ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দিল্লিতে উত্তেজনা, কেজরিওয়ালের গাড়িতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিধানসভা নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। এরই মধ্যে ভোটের প্রচার ঘিরে দিল্লিতে শুরু হয়েছে উত্তেজনা। সেই উত্তেজনার পালে আরেকটু হাওয়া দিচ্ছে নতুন এক ঘটনা। আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের গাড়িতে হামলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আজ শনিবার নয়াদিল্লিতে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, কেজরিওয়ালের গাড়ি ঘিরে ধরে বেশ কয়েকজন বিক্ষোভ করেন। এরই মধ্যে তাঁর গাড়িতে এসে পড়ে একটি বিশাল পাথর।

কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে, এএপির কর্মী-সমর্থকদের অনেকেরই দাবি, কেজরিওয়ালের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পরবেশ ভার্মার আশ্রিত গুন্ডারাই এই হামলা চালিয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কালো পতাকা হাতে কিছু লোক কেজরিওয়ালের গাড়ির খুব কাছে পৌঁছে যায়। নিরাপত্তারক্ষীরা তাদের আটকাতে যায়। এই সময়ই গাড়িতে একটি ইট এসে পড়ে।

কেজরিওয়ালের গাড়িতে হামলার জেরে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এএপি দাবি করে, হেরে যাওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে বিজেপি নেতারা তাদের গুন্ডাদের কেজরিওয়ালের ওপর হামলা চালানোর জন্য লেলিয়ে দিয়েছেন।

এতে আরও লেখা হয়, ‘বিজেপি প্রার্থী পারভেশ ভার্মার গুন্ডারা অরবিন্দ কেজরিওয়ালকে পাথর দিয়ে হামলা করেছে, যাতে তিনি প্রচার করতে না পারেন। বিজেপিকে বলছি, অরবিন্দ কেজরিওয়াল আপনাদের কাপুরুষোচিত আক্রমণের কারণে পিছপা হবেন না। দিল্লির জনগণ আপনাদের উপযুক্ত জবাব দেবে।’

এই অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী পরবেশ ভার্মা উল্টো কেজরিওয়ালের বিরুদ্ধেই নতুন অভিযোগ এনেছেন। তিনি বলছেন, ‘অরবিন্দ কেজরিওয়ালের গাড়ি এক বিজেপি কর্মীকে ধাক্কা দিয়েছে। শ্রমিকের পা ভেঙে গেছে এবং আমি তার স্বাস্থ্যের খোঁজ নিতে লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজে যাচ্ছি…এটা খুবই লজ্জাজনক।’

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে উত্তেজনা, কেজরিওয়ালের গাড়িতে হামলা

আপডেট সময় : ০৭:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

বিধানসভা নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। এরই মধ্যে ভোটের প্রচার ঘিরে দিল্লিতে শুরু হয়েছে উত্তেজনা। সেই উত্তেজনার পালে আরেকটু হাওয়া দিচ্ছে নতুন এক ঘটনা। আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের গাড়িতে হামলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আজ শনিবার নয়াদিল্লিতে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, কেজরিওয়ালের গাড়ি ঘিরে ধরে বেশ কয়েকজন বিক্ষোভ করেন। এরই মধ্যে তাঁর গাড়িতে এসে পড়ে একটি বিশাল পাথর।

কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে, এএপির কর্মী-সমর্থকদের অনেকেরই দাবি, কেজরিওয়ালের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পরবেশ ভার্মার আশ্রিত গুন্ডারাই এই হামলা চালিয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কালো পতাকা হাতে কিছু লোক কেজরিওয়ালের গাড়ির খুব কাছে পৌঁছে যায়। নিরাপত্তারক্ষীরা তাদের আটকাতে যায়। এই সময়ই গাড়িতে একটি ইট এসে পড়ে।

কেজরিওয়ালের গাড়িতে হামলার জেরে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এএপি দাবি করে, হেরে যাওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে বিজেপি নেতারা তাদের গুন্ডাদের কেজরিওয়ালের ওপর হামলা চালানোর জন্য লেলিয়ে দিয়েছেন।

এতে আরও লেখা হয়, ‘বিজেপি প্রার্থী পারভেশ ভার্মার গুন্ডারা অরবিন্দ কেজরিওয়ালকে পাথর দিয়ে হামলা করেছে, যাতে তিনি প্রচার করতে না পারেন। বিজেপিকে বলছি, অরবিন্দ কেজরিওয়াল আপনাদের কাপুরুষোচিত আক্রমণের কারণে পিছপা হবেন না। দিল্লির জনগণ আপনাদের উপযুক্ত জবাব দেবে।’

এই অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী পরবেশ ভার্মা উল্টো কেজরিওয়ালের বিরুদ্ধেই নতুন অভিযোগ এনেছেন। তিনি বলছেন, ‘অরবিন্দ কেজরিওয়ালের গাড়ি এক বিজেপি কর্মীকে ধাক্কা দিয়েছে। শ্রমিকের পা ভেঙে গেছে এবং আমি তার স্বাস্থ্যের খোঁজ নিতে লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজে যাচ্ছি…এটা খুবই লজ্জাজনক।’