ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনের পর নির্বাচিত দলসহ জাতীয় সরকার গঠন করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি নির্বাচনী সরকারই দেশের সংকট নিরসন করতে পারে।

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়াম এই মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের মধ্যে আমরা রাজনৈতিক সংস্কারে আমরা বেশি গুরুত্ব দিতে চাই। এসময় এবং গণতন্ত্র চর্চার ওপর বেশি জোর দেন তিনি।

ফখরুল ইসলাম জানান, রাজনীতিতে সংস্কার, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে।

ঋণ খেলাপিদের আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন দেয়া হবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি একটি নির্বাচিত সরকার সব ধরনের সংস্কার করতে পারে। কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে।’

অতীতের সব ভুল শুধরে সেগুলো থেকে শিক্ষা নিয়ে বিএনপি নীতিমালা সাজাচ্ছে বলেও জানান বিএনপি মহাসচিব।

এছাড়া আগামীতে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা তা দেশের জনগণই ঠিক করবে বলে জানান তিনি।

রোহিঙ্গাদের ফেরাতে চীন এবং ভারতের সঙ্গে বিগত সরকার আলোচনা করেনি বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৮:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

নির্বাচনের পর নির্বাচিত দলসহ জাতীয় সরকার গঠন করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি নির্বাচনী সরকারই দেশের সংকট নিরসন করতে পারে।

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়াম এই মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের মধ্যে আমরা রাজনৈতিক সংস্কারে আমরা বেশি গুরুত্ব দিতে চাই। এসময় এবং গণতন্ত্র চর্চার ওপর বেশি জোর দেন তিনি।

ফখরুল ইসলাম জানান, রাজনীতিতে সংস্কার, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে।

ঋণ খেলাপিদের আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন দেয়া হবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি একটি নির্বাচিত সরকার সব ধরনের সংস্কার করতে পারে। কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে।’

অতীতের সব ভুল শুধরে সেগুলো থেকে শিক্ষা নিয়ে বিএনপি নীতিমালা সাজাচ্ছে বলেও জানান বিএনপি মহাসচিব।

এছাড়া আগামীতে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা তা দেশের জনগণই ঠিক করবে বলে জানান তিনি।

রোহিঙ্গাদের ফেরাতে চীন এবং ভারতের সঙ্গে বিগত সরকার আলোচনা করেনি বলেও জানান তিনি।