বান্দরবানের আলীকদমে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে
বান্দরবানের আলীকদম উপজেলায় মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আজ (শনিবার, ১৮ জানুয়ারি) দুপুরে লামা-আলীকদম সড়কে চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন-আলীকদম চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা মো. বেলাল (৩০), বাজারপাড়া এলাকার মিনহাজ (১৮) এবং চট্টগ্রামের মনুমিস্ত্রি কলোনি এলাকার ছৈয়দ আমিন (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরবাইক আরোহী তিনজন লামা থেকে আলীকদমে ফিরছিল। পথে মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের প্রাণহানি ঘটে। ঘটনার পর মিনি ট্রাকটি স্থানীয় জনতা জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
এই বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, ‘দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য গেছে।’