‘বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই সকল খাতে উন্নয়নে কাজ করবে’
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে
নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিন থেকেই দেশের অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্যখাতসহ সকল খাতে উন্নয়নের জন্য কাজ করা হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৮ জানুয়ারি) শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্ত চিন্তা বাংলাদেশের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমীর খসরু এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ভ্যাট বাড়ানো অন্তর্বর্তী সরকারের উচিত হয়নি। এসময় আরও বলেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করতে দীর্ঘদিন যারা সহযোগিতা তাদের জাতির সামনে এসে ক্ষমা চেয়ে পাপমোচন করতে হবে। একইসাথে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা জরুরি।