ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা
- আপডেট সময় : ০৭:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে
গুঞ্জন ছিল ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলে ফিটনেস ইস্যুতে জায়গা হারাতে পারেন পেসার যশপ্রীত বুমরাহ। জায়গা হারাতে পারেন সহ-অধিনায়ক হওয়ার পরই ফর্ম হারিয়ে ফেলা শুবমান গিলও। তা আর হয়নি।
আজ ১৫ সদস্যের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে বিসিসিআই। স্কোয়াডের নেতৃত্বে থাকছেন অধিনায়ক রোহিত শর্মা। সহ-অধিনায়ক আরেক টপঅর্ডার ব্যাটসম্যান শুবমান গিল।
ভারতের ১৫ সদস্যের দলে চোট কাটিয়ে জায়গা করে নিয়েছেন পেসার মোহাম্মদ শামি। আর বাদ পড়েছেন গত ওয়ানডে বিশ্বকাপ দলের নিয়মিত সদস্য পেসার মোহাম্মদ সিরাজ। ওয়ানডে স্কোয়াডে আরও জায়গা পেয়েছেন স্পিনার ওয়াশিংটন সুন্দর।
আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে দুবাইয়ে নিজেদের চ্যাম্পিয়নস ট্রফির প্রথম মাঠে নামবে ভারত। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ভারত নিজেদের সব ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড:
রোহিত শর্মা, বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, ইয়াসাসভি জয়সোয়াল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা।