জুলাই শহীদদের কোনো দলের পরিচয়ে সীমাবদ্ধ করতে চায় না জামায়াত
- আপডেট সময় : ০৩:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামী জুলাই আন্দোলনের শহীদদের কোনো দলের পরিচয়ে সীমাবদ্ধ করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীতে জামায়াতে ইসলামীর সম্মেলনে যোগ দিয়ে ডা. শফিকুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ জায়ামাতের নেতা-কর্মীদের নির্বিচারে হত্যা করেছে। খুন-গুম, জুলুম নির্যাতনের মহাতাণ্ডব চালিয়েছে।
অব্যাহত চাঁদাবাজি, দখলদারি, ঘুষ- দুর্নীতি বন্ধ করতে জামায়াতে ইসলামীর যুদ্ধ চলবে বলে জানান তিনি। বলেন, আল্লাহর শক্তিতে বলিয়ান জাতি গঠন করতে চায় জামায়াতে ইসলামী।
উপস্থিত জনতার উদ্দেশে জামায়াত আমির বলেন, এখানে উপস্থিত প্রায় সকলেই জেলে গিয়েছেন। আপনারা কি খুন করেছেন, রাহাজানি করেছেন, চুরি কিংবা গুপ্ত হত্যা করেছেন? কেউ কি নারীর শ্লীলতাহানি করেছেন? করেননি। তাহলে এদের দোষ কি ছিলো?
তিনি আরও বলেন, আওয়ামী লীগ পনেরো বছরে জায়ামাতের নেতা-কর্মীদের নির্বিচারে হত্যা করেছে, খুন-গুম, জুলুম নির্যাতনের মহাতাণ্ডব চালিয়েছে। সেই অবস্থা আর ফিরে আসতে দেয়া হবে না। দেশে আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না।