আগস্টে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে সরকার: প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ৩৫২ বার পড়া হয়েছে
আগামী আগস্টে সরকার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (রোববার, ১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নরদিয়া সিম্পসনের সাথে বিদায়ী সাক্ষাতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী আগস্টে সরকার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে। এ সময় গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদেরও আমন্ত্রণ জানানো হবে।’
প্রধান উপদেষ্টা বলেন, বিভিন্ন সংস্কার কমিশনের দেয়া প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করা হবে।
রাষ্ট্রীয় অতিথি ভবনের বৈঠকে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন মিসেস সিম্পসন।