ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহুর নিরাপত্তামন্ত্রীসহ তিন মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইস্যুতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরসহ তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। আজ রোববার বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে পদত্যাগ করা অপর দুই মন্ত্রীর নাম প্রকাশ করতে পারেনি এপি। বার্তা সংস্থাটি জানিয়েছে, অপর দুই মন্ত্রী জাতীয়তাবাদী-ধর্মীয় দল ওজামা ইয়েহুদিতের নেতা।

গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনেই এমন খবর এলো। যদিও আজ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

এপি জানিয়েছে, ওজমা ইয়েহুদি বা ইহুদি শক্তি পার্টি এখন থেকে আর ক্ষমতাসীন জোটের অংশ থাকবে না। দলটি বলেছে, তারা জোটের আংশ না থাকলেও নেতানিয়াহুর সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না।

এ দিকে যুদ্ধবিরতি ঘোষণার আগের সপ্তাহেই বেন গাভির বলেছিলেন, এটি একটি ‘বেপরোয়া চুক্তি’ চুক্তি। এ ধরনের চুক্তি হলে তিনি পদত্যাগ করবেন।

একই সময়ে তিনি অন্যান্য কট্টরপন্থী ও বসতি স্থাপনকারীপন্থী পক্ষগুলোকেও একই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানান। বেনগাভির বলেন, ‘প্রস্তাবিত চুক্তিটি শত শত ফিলিস্তিনি জঙ্গিকে মুক্ত করে দেবে এবং গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করে আমাদের অজর্নগুলোকে মুছে ফেলবে। এর ফলে হামাস অপরাজিত থাকবে।’

যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গত ১৫ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়, গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনই ৭৩৭ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। আর এসব বন্দী মুক্তির বিপরীতে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

চুক্তি অনুযায়ী আজ সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। কারণ হামাস জিম্মি মুক্তির তালিকা প্রকাশ করতে পারেনি। নেতানিয়াহু বলেন, ‘হামাস যতক্ষণ ইসরায়েলি জিম্মি মুক্তির তালিকা প্রকাশ না করবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবরিতি শুরু হবে না।’

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহুর নিরাপত্তামন্ত্রীসহ তিন মন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় : ০৭:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইস্যুতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরসহ তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। আজ রোববার বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে পদত্যাগ করা অপর দুই মন্ত্রীর নাম প্রকাশ করতে পারেনি এপি। বার্তা সংস্থাটি জানিয়েছে, অপর দুই মন্ত্রী জাতীয়তাবাদী-ধর্মীয় দল ওজামা ইয়েহুদিতের নেতা।

গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনেই এমন খবর এলো। যদিও আজ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

এপি জানিয়েছে, ওজমা ইয়েহুদি বা ইহুদি শক্তি পার্টি এখন থেকে আর ক্ষমতাসীন জোটের অংশ থাকবে না। দলটি বলেছে, তারা জোটের আংশ না থাকলেও নেতানিয়াহুর সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না।

এ দিকে যুদ্ধবিরতি ঘোষণার আগের সপ্তাহেই বেন গাভির বলেছিলেন, এটি একটি ‘বেপরোয়া চুক্তি’ চুক্তি। এ ধরনের চুক্তি হলে তিনি পদত্যাগ করবেন।

একই সময়ে তিনি অন্যান্য কট্টরপন্থী ও বসতি স্থাপনকারীপন্থী পক্ষগুলোকেও একই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানান। বেনগাভির বলেন, ‘প্রস্তাবিত চুক্তিটি শত শত ফিলিস্তিনি জঙ্গিকে মুক্ত করে দেবে এবং গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করে আমাদের অজর্নগুলোকে মুছে ফেলবে। এর ফলে হামাস অপরাজিত থাকবে।’

যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গত ১৫ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়, গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনই ৭৩৭ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। আর এসব বন্দী মুক্তির বিপরীতে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

চুক্তি অনুযায়ী আজ সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। কারণ হামাস জিম্মি মুক্তির তালিকা প্রকাশ করতে পারেনি। নেতানিয়াহু বলেন, ‘হামাস যতক্ষণ ইসরায়েলি জিম্মি মুক্তির তালিকা প্রকাশ না করবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবরিতি শুরু হবে না।’