রাজনৈতিক ভুল করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে: তারেক রহমান
- আপডেট সময় : ০৭:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে
নেতা-কর্মীদের ভুলের কারণে আগামী নির্বাচনে জয়ী হয়ে অন্য কোনো রাজনৈতিক দল সরকার গঠন করলে তা বিএনপির জন্য ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার বিকেলে সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
রাজনৈতিকভাবে ভুল করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে, তখন অনুতপ্ত হতে হবে বলেও মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আন্তর্জাতিক বা দেশীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচনে জয়ী হয়ে অন্য কেউ সরকার গঠন করলে বিএনপির জন্য ভালো হবে? সুতরাং বিভ্রান্তিকর কাজ থেকে দূরে থাকবেন। দিন শেষে আপনাদের সাধারণ ভোটারের কাছেই যেতে হবে। দিন শেষে ওই জনগণ। জনগণের সমর্থন যদি পেতেই হয়, কেন জনগণের কাছে ভালোভাবে যাব না। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমার-আপনার কিন্তু কোনো স্থান নেই। সামনের নির্বাচন কিন্তু সহজ নয়।’
এসময় তিনি বলেন, ‘জনগণের সাথে না থাকলে কি হয় তা জনগণ দেখিয়ে দিয়েছি। সুতরাং জনগণ আমাদের শক্তি।’ জনগণের সাথে থাকতে এবং জনগণের পাশে থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দেন তারেক রহমান।
সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের সিনিয়র নেতারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং চার বছরের বাংলাদেশের উন্নয়নে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন।
বিএনপি নেতারা বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। দেশের উন্নয়নেও তিনি অবদান রেখেছেন।
প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের ভেতর আওয়ামী অনুপ্রবেশকারীদের ভিড়তে না দেওয়ার নির্দেশ দেন। নেতা–কর্মীদের বিভ্রান্তিকর কাজ না করতে পরামর্শ দেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির অন্যান্য জ্যেষ্ঠ নেতারা।