নতুন বছরে শবনম বুবলীর বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষায়। এরমধ্যে এবার প্রকাশ্যে এলো ‘পিনিক’ সিনেমাটির পোস্টার। শনিবার (১৮ জানুয়ারি) নিজের ফেসবুকে ‘পিনিক’-এর পোস্টার শেয়ার করেছেন বুবলী। পোস্টারে তাকে দেখা গেছে ভিন্ন এক লুকে। স্কার্ফ দিয়ে আবৃত মাথা, চোখে চশমা, আর মুখমণ্ডল খাঁচার ভেতরে বন্দি। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে ঢেকে রয়েছে, যা রহস্যর তৈরি করেছে।
‘পিনিক’ ছবিতে শবনম বুবলীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। ছবির অন্যতম প্রযোজক শিমুল খান জানান, ‘এমন বুবলীকে এর আগে কেউ দেখেননি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাঁকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সব কটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা–প্রতিশোধের গল্প।’
কক্সবাজার শহর ও রামুতে নভেম্বরে ‘পিনিক’ ছবির শুটিং শুরু হয়। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে বুবলীর সহশিল্পী আদর আজাদ।
বুবলী অভিনীত সর্বশেষ ছবি ‘রিভেঞ্জ’। এই ছবি সেভাবে আলোচনায় না এলেও তাঁর আগে মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রের জন্য প্রশংসিত হন তিনি। অভিনেত্রীর ভাষ্যে, ছবি নির্বাচনের ক্ষেত্রেও তিনি এখন অনেক সতর্ক, বেছে বেছে কাজ করছেন। মনের মতো গল্প না পেলে কাজ করতে রাজি নন তিনি।
এই সিনেমায় আরও অভিনয় করছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই।
সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এবং সহপ্রযোজনায় আছেন অভিনয়শিল্পী শিমুল খান। রোজার ঈদের মুক্তি কথা ছবিটির।