ক্লাব ফ্রেন্ডলিতে ক্লাব আমেরিকার বিপক্ষে জয় পেয়েছে মেসির ইন্টার মায়ামি। নির্ধারিত সময় শেষে ম্যাচ ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ গোল ব্যবধানে জয় পায় এমএলএসের ক্লাবটি।
এর আগে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে ক্লাব আমেরিকা। সুযোগ কাজে লাগিয়ে ৩১ মিনিটে এগিয়ে যায় দলটি।
যদিও তার ঠিক ৩ মিনিট পর সমতা আনে ইন্টার মায়ামি। ৩৪ মিনিটে গোল করে ব্যবধান সমান করেন অধিনায়ক লিওনেল মেসি।
নতুন বছরে খেলতে নেমে এটি তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় ক্লাব আমেরিকা। তবে, নির্ধারিত ৯০ মিনিট পর যোগ করা সময়ে গোল করে দলের হার এড়ান আভিলেস।