লা লিগায় হতাশাজনক ড্র বার্সেলোনার
- আপডেট সময় : ০২:০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে
বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেতে দারুণ পারফরম্যান্সের পর লা লিগায় আবারও ছন্দ হারিয়ে ফেলল। পয়েন্ট তালিকায় নিচে থাকা প্রতিপক্ষ হেতাফের কোছে গতকাল রাতে পয়েন্ট হারিয়েছে বার্সা।
নিজেদের প্রথম লিগ ম্যাচে প্রতিপক্ষের মাঠে শনিবার (১৮ জানুয়ারি) রাতে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। জুল কুন্দে সফরকারীদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা টানেন মাউরো আরামবারি।
লিগে সবশেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই পয়েন্ট হারাল হান্সি ফ্লিকের দল। তাদের হার চারটি, ড্র তিনটি এবং জয় একটি।
দিনের শুরুতে লেগানেসের বিপক্ষে টেবিলের শীর্ষ দল আতলেতিকো মাদ্রিদ ১-০ গোলে হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে সুযোগ এসেছিল ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে আনার। কিন্তু পারল না তারা। ২০ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রেয়াল মাদ্রিদ। বার্সেলোনার সমান ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪৪।