ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২৬ জানুয়ারির মধ্যে সেনা সরাতে ইসরায়েলকে আলটিমেটাম লেবাননের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেবানন থেকে সেনা সরিয়ে নিতে ইসরায়েলকে আল্টিমেটাম দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আগামী ২৬ নভেম্বরের মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চ থেকে সেনা প্রত্যাহার করে নিতে হবে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল শনিবার বৈরুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন জোসেফ আউন। বৈঠকের পর আউনের কার্যালয় এই আল্টিমেটামের কথা জানায়।

প্রেসিডেন্ট আউনের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবরিতির চুক্তিতে যা বলা হয়েছে, তার সম্পূর্ণ পরিপন্থী কাজ করছে ইসরায়েল। তারা স্থল ও আকাশ থেকে অব্যাহতভাবে হামলা চালিয়ে লেবানিজদের বাড়িঘর উড়িয়ে দিচ্ছে এবং সীমান্তবর্তী গ্রামগুলো ধ্বংস করে দিচ্ছে। এটি লেবাননের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আদেশ লঙ্ঘন শামিল।

লেবানন সফরে গিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস জানান, গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুসারে নির্ধারিত সময়সীমার (২৬ জানুয়ারি) মধ্যে ইসরায়েলি সেনাদের ‘নিরাপদ’ প্রত্যাহার নিশ্চিত করার জন্য তিনি ‘সর্বোচ্চ প্রচেষ্টা’ করবেন।
জাতিসংঘের মহাসচিব বলেন, ‘আরও আশাব্যঞ্জক ভবিষ্যৎ’ অপেক্ষা করছে। দেশটি স্থিতিশীল এবং মধ্যপ্রাচ্যের একটি কেন্দ্র (হাব) হয়ে উঠতে পারে।’

এএফপি বলেছে, গত বছরের ২৭ নভেম্বর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তিতে বলা হয়, হিজবুল্লাহকে লিটানি নদীর ওপারে পিছু হটতে হবে এবং অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। অন্যদিকে ইসরায়েলি সেনাদেরও লেবাননের দক্ষিণাঞ্চ থেকে সরে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

২৬ জানুয়ারির মধ্যে সেনা সরাতে ইসরায়েলকে আলটিমেটাম লেবাননের

আপডেট সময় : ০৩:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

লেবানন থেকে সেনা সরিয়ে নিতে ইসরায়েলকে আল্টিমেটাম দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আগামী ২৬ নভেম্বরের মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চ থেকে সেনা প্রত্যাহার করে নিতে হবে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল শনিবার বৈরুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন জোসেফ আউন। বৈঠকের পর আউনের কার্যালয় এই আল্টিমেটামের কথা জানায়।

প্রেসিডেন্ট আউনের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবরিতির চুক্তিতে যা বলা হয়েছে, তার সম্পূর্ণ পরিপন্থী কাজ করছে ইসরায়েল। তারা স্থল ও আকাশ থেকে অব্যাহতভাবে হামলা চালিয়ে লেবানিজদের বাড়িঘর উড়িয়ে দিচ্ছে এবং সীমান্তবর্তী গ্রামগুলো ধ্বংস করে দিচ্ছে। এটি লেবাননের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আদেশ লঙ্ঘন শামিল।

লেবানন সফরে গিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস জানান, গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুসারে নির্ধারিত সময়সীমার (২৬ জানুয়ারি) মধ্যে ইসরায়েলি সেনাদের ‘নিরাপদ’ প্রত্যাহার নিশ্চিত করার জন্য তিনি ‘সর্বোচ্চ প্রচেষ্টা’ করবেন।
জাতিসংঘের মহাসচিব বলেন, ‘আরও আশাব্যঞ্জক ভবিষ্যৎ’ অপেক্ষা করছে। দেশটি স্থিতিশীল এবং মধ্যপ্রাচ্যের একটি কেন্দ্র (হাব) হয়ে উঠতে পারে।’

এএফপি বলেছে, গত বছরের ২৭ নভেম্বর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তিতে বলা হয়, হিজবুল্লাহকে লিটানি নদীর ওপারে পিছু হটতে হবে এবং অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। অন্যদিকে ইসরায়েলি সেনাদেরও লেবাননের দক্ষিণাঞ্চ থেকে সরে যেতে হবে।