ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের ৩ জিম্মিকে হামাসের মুক্তির ঘোষণার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর করল ইসরায়েল। আজ রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আমরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানতে পেরেছি যে গাজায় যুদ্ধবিরতি স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিট থেকে শুরু হয়েছে।

একইসঙ্গে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি নিশ্চিত করেছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।

যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির এই দীর্ঘ প্রতীক্ষিত পদক্ষেপ গাজা উপত্যকায় ১৫ মাসের বিধ্বংসী যুদ্ধ শেষ করার সর্বোত্তম সুযোগ হিসাবে দেখেছেন বিশ্লেষকরা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও বৃটিশ সংবাদ বিবিসি এ তথ্য জানিয়েছে।

এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির জানিয়েছে, এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি কার্যকর বিলম্বিত করার নির্দেশ দিয়েছিলেন কারণ তারা জিম্মিদের নামের তালিকার অপেক্ষায় রয়েছেন। তবে যা হামাস বলেছে প্রযুক্তিগত ত্রুটির কারণে তা বিলম্বিত হয়েছে।

যুদ্ধবিরতির প্রথম পর্যায়টি ৪২ দিন স্থায়ী হবে এবং এ সময় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন তাদের হাতে বন্দি থাকা ৩৩ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে, যাদের মধ্যে তিনজনকে রোববার মুক্তি দেয়া হবে। ইসরাইল শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এবং দেশে ফেরত পাঠাবে।

এদিকে হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বলেছে, সকালে যে সময় থেকে যুদ্ধবিরতি শুরুর কথা ছিল, সে সময় থেকে ইসরায়েলি বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। যার মধ্যে ছয়জন গাজা শহরে, তিনজন উত্তরাঞ্চলে এবং একজন রাফায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ২৫ জন।

নিউজটি শেয়ার করুন

নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর

আপডেট সময় : ০৭:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

ইসরায়েলের ৩ জিম্মিকে হামাসের মুক্তির ঘোষণার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর করল ইসরায়েল। আজ রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আমরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানতে পেরেছি যে গাজায় যুদ্ধবিরতি স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিট থেকে শুরু হয়েছে।

একইসঙ্গে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি নিশ্চিত করেছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।

যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির এই দীর্ঘ প্রতীক্ষিত পদক্ষেপ গাজা উপত্যকায় ১৫ মাসের বিধ্বংসী যুদ্ধ শেষ করার সর্বোত্তম সুযোগ হিসাবে দেখেছেন বিশ্লেষকরা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও বৃটিশ সংবাদ বিবিসি এ তথ্য জানিয়েছে।

এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির জানিয়েছে, এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি কার্যকর বিলম্বিত করার নির্দেশ দিয়েছিলেন কারণ তারা জিম্মিদের নামের তালিকার অপেক্ষায় রয়েছেন। তবে যা হামাস বলেছে প্রযুক্তিগত ত্রুটির কারণে তা বিলম্বিত হয়েছে।

যুদ্ধবিরতির প্রথম পর্যায়টি ৪২ দিন স্থায়ী হবে এবং এ সময় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন তাদের হাতে বন্দি থাকা ৩৩ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে, যাদের মধ্যে তিনজনকে রোববার মুক্তি দেয়া হবে। ইসরাইল শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এবং দেশে ফেরত পাঠাবে।

এদিকে হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বলেছে, সকালে যে সময় থেকে যুদ্ধবিরতি শুরুর কথা ছিল, সে সময় থেকে ইসরায়েলি বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। যার মধ্যে ছয়জন গাজা শহরে, তিনজন উত্তরাঞ্চলে এবং একজন রাফায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ২৫ জন।