ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / ৩৫৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, তাই উত্তেজনা ছিল না। বর্তমান সরকার কোনো ছাড় দিচ্ছে না, এজন্যই এতো আলোচনা।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখন দেশের জনগণ অধিকার নিয়ে সচেতন। আগে ভারতকে অনেক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। তবে এখন আইনগতভাবে ন্যায্য পাওনা আদায় করা হচ্ছে। আগামীতে দুই দেশের সীমান্ত নিয়ে ডিজি পর্যায়ে বৈঠক হবে। সেখানে অনেক সমস্যার সমাধান পাওয়ার আশা রয়েছে। ’

স্বরাষ্ট্র উপদেেষ্টা বলেন, ‘দেশের অন্যতম সমস্যা দুর্নীতি। এটি দমনে সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলছে।’

দেশে ভূমি নিয়ে নানা জটিলতা রয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এসবের বিষয়ে সচেতন হতে হবে। সেগুলোর ব্যাপারে সচেতন হতে হবে। এছাড়া ভূমি সুরক্ষা আইন সময়ের দাবি। কৃষি জমি দিনদিন কমে যাচ্ছে।’

তিনি বলেন, বর্ডার এলাকার কিছু জায়গা আছে যেখানে দুই দেশের কিছু পার্টি আছে, যারা যাওয়া আসা করে। এই সমস্যা আছে, যা অচিরেই সমাধান হয়ে যাবে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম সালেহ আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, তাই উত্তেজনা ছিল না। বর্তমান সরকার কোনো ছাড় দিচ্ছে না, এজন্যই এতো আলোচনা।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখন দেশের জনগণ অধিকার নিয়ে সচেতন। আগে ভারতকে অনেক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। তবে এখন আইনগতভাবে ন্যায্য পাওনা আদায় করা হচ্ছে। আগামীতে দুই দেশের সীমান্ত নিয়ে ডিজি পর্যায়ে বৈঠক হবে। সেখানে অনেক সমস্যার সমাধান পাওয়ার আশা রয়েছে। ’

স্বরাষ্ট্র উপদেেষ্টা বলেন, ‘দেশের অন্যতম সমস্যা দুর্নীতি। এটি দমনে সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলছে।’

দেশে ভূমি নিয়ে নানা জটিলতা রয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এসবের বিষয়ে সচেতন হতে হবে। সেগুলোর ব্যাপারে সচেতন হতে হবে। এছাড়া ভূমি সুরক্ষা আইন সময়ের দাবি। কৃষি জমি দিনদিন কমে যাচ্ছে।’

তিনি বলেন, বর্ডার এলাকার কিছু জায়গা আছে যেখানে দুই দেশের কিছু পার্টি আছে, যারা যাওয়া আসা করে। এই সমস্যা আছে, যা অচিরেই সমাধান হয়ে যাবে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম সালেহ আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম প্রমুখ।