পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে, তাকে ৫০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। পশ্চিমবঙ্গের সিবিআই আদালত এ রায় দেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিয়ালদাহ আদালতে মোতায়েন করা হয় ৫ শতাধিক পুলিশ সদস্য।
এরআগে, শনিবার কলকাতা পুলিশের স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দোষীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান, এমন দাবি করলেও রায়ের পর কোন প্রতিক্রিয়া জানাননি তিনি।
এদিকে, ভুক্তভোগীর পরিবারকে ১৭ লাখ রুপি দিতে রাজ্য সরকারকে নির্দেশ দেয়া হয়। যদিও আরজি করকাণ্ডের পর আন্দোলনের মুখে গেলবছরের সেপ্টেম্বরে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে বিধানসভায় পাস হয় আইন।
কিন্তু আদালত জানায়, 'অপ্রত্যাশিত বিরল ঘটনা'র মধ্যে এ মামলাটি না পড়ায় সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।