দিনাজপুরে ভরা মৌসুমেও কমেনি চালের দাম
- আপডেট সময় : ১১:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে
শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানি করায় আমনের ভরা মৌসুমে দিনাজপুরে ধানের দাম কমেছে। তবে এর প্রভাব নেই চালের বাজারে, বিক্রি হচ্ছে বাড়তি দামেই। এজন্য মিল মালিকদের কারসাজিকে দুষছেন ব্যবসায়ীরা।
প্রতিবছর নতুন ধান বাজারে আসলে কমতে থাকে চালের দাম। তবে এবছর দেখা গেছে উল্টো চিত্র। নতুন ধান বাজারে আসার পরও কয়েক দফা বাড়ে চালের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমনের ভরা মৌসুমে চাল আমদানির উদ্যোগ নেয় সরকার।
এতে কমতে শুরু করে ধানের দাম। দিনাজপুরের বাজারে কমেছে সব ধরণের ধানের দাম। প্রত্যাশিত দাম না পেয়ে হতাশ কৃষকরা। ধানের দাম নিুমুখী হলেও চালের দাম আছে আগের মতোই। দাম না কমার পেছনে মিল মালিকদের কারসাজিকে দুষছেন বিক্রেতারা। ধান-চালের বাজার স্থিতিশীল থাকার দাবি করেছে মিল মালিকরা।
হিলি কাস্টমসের তথ্য মতে, ১১ নভেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ভারত থেকে আমদানী হয়েছে ৭৫ হাজার মেট্রিক টন চাল।