ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দিল্লির ষড়যন্ত্র থেমে নেই: রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / ৩৩৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিল্লির ষড়যন্ত্র থেমে নেই বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে এই অপচেষ্টা মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

আজ (সোমবার, ২০ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিগত সময়ে নদী-খাল-বিল ভরাট করে পরিবেশের মারাত্মক ক্ষতি করেছে।’

একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট তৈরি পরিবেশ ছিল উল্লেখ করে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘ক্যাম্পাসে সহবস্থান থাকা উচিত। ঐক্য না থাকলে ফ্যাসিবাদের উত্থান ঠেকানো সম্ভব নয়।’

ছাত্র রাজনীতির ইতিহাসের কথা উল্লেখ করে রিজভী বলেন, আমরা পৃথিবীতে ছাত্র রাজনীতির যত ইতিহাস পড়েছি, যখন এক নায়কের শাসন চলছিল তখনও বিশ্ববিদ্যালয়গুলো কর্পোরেট স্বায়ত্তশাসন বজায় রেখেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে তখনো আন্দোলন চলেছে। কিন্তু হাসিনা সে সবকিছু নষ্ট করে দিয়েছিল।

রুহুল কবির রিজভী আরও বলেন, ইতিপূর্বে যারা দেশের টাকা পাচার করেছে, অর্থনীতিকে একটি হুন্ডির চক্রের মধ্যে আবদ্ধ করে রেখেছিল তাদের যেন ফের উত্থান না ঘটে। গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে একে অপরের প্রতি আলোচনা-সমালোচনার বিষয়টি থাকলেও, আমাদের মধ্যে একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে। এই ঐক্য যদি না থাকে তাহলে সেই ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটা অস্বাভাবিক হবে না। আপনারা জানেন, পাশের একটি দেশ ফ্যাসিবাদের সেইফ হোমে পরিণত হয়েছে। দিল্লি যেন ফ্যাসিবাদের একটি কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা (ফ্যাদিবাদিরা) বসে নেই। তারা নানাভাবে নানা কায়দায় তারা তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ষড়যন্ত্রকে আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

দিল্লির ষড়যন্ত্র থেমে নেই: রুহুল কবির রিজভী

আপডেট সময় : ০৯:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

দিল্লির ষড়যন্ত্র থেমে নেই বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে এই অপচেষ্টা মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

আজ (সোমবার, ২০ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিগত সময়ে নদী-খাল-বিল ভরাট করে পরিবেশের মারাত্মক ক্ষতি করেছে।’

একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট তৈরি পরিবেশ ছিল উল্লেখ করে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘ক্যাম্পাসে সহবস্থান থাকা উচিত। ঐক্য না থাকলে ফ্যাসিবাদের উত্থান ঠেকানো সম্ভব নয়।’

ছাত্র রাজনীতির ইতিহাসের কথা উল্লেখ করে রিজভী বলেন, আমরা পৃথিবীতে ছাত্র রাজনীতির যত ইতিহাস পড়েছি, যখন এক নায়কের শাসন চলছিল তখনও বিশ্ববিদ্যালয়গুলো কর্পোরেট স্বায়ত্তশাসন বজায় রেখেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে তখনো আন্দোলন চলেছে। কিন্তু হাসিনা সে সবকিছু নষ্ট করে দিয়েছিল।

রুহুল কবির রিজভী আরও বলেন, ইতিপূর্বে যারা দেশের টাকা পাচার করেছে, অর্থনীতিকে একটি হুন্ডির চক্রের মধ্যে আবদ্ধ করে রেখেছিল তাদের যেন ফের উত্থান না ঘটে। গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে একে অপরের প্রতি আলোচনা-সমালোচনার বিষয়টি থাকলেও, আমাদের মধ্যে একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে। এই ঐক্য যদি না থাকে তাহলে সেই ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটা অস্বাভাবিক হবে না। আপনারা জানেন, পাশের একটি দেশ ফ্যাসিবাদের সেইফ হোমে পরিণত হয়েছে। দিল্লি যেন ফ্যাসিবাদের একটি কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা (ফ্যাদিবাদিরা) বসে নেই। তারা নানাভাবে নানা কায়দায় তারা তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ষড়যন্ত্রকে আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে হবে।