‘ফ্যাসিস্ট আমলে সংবাদপত্রের ওপর জুলুম চালানো হয়েছিল’

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ৪১৬ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আমলে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর জুলুম চালানো হয়েছিল। ফ্যাসিবাদ যেনো আর ফিরে আসতে না পারে, সেজন্য গণমাধ্যমকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার সকালে দৈনিক সংগ্রামের কেন্দ্রীয় কার্যালয়ে পত্রিকার প্রকাশনার ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
জামায়াতের আমির বলেন, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে শক্তিশালী করার ওপর জোর দেন ডাক্তার শফিকুর রহমান।