ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাখাইনে বন্দিশিবিরে সরকারি বাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে এক বন্দিশিবিরে হামলা চালিয়েছে দেশটির জান্তা বাহিনী। এতে এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৫ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নারিন জারা। বন্দি শিবিরটিতে জান্তা সরকারের পরিবারের সদস্যরা আটক ছিলো।

বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বরাতে নারিন জারা জানিয়েছে, সর্বশেষ জান্তা বাহিনীর হামলা নিয়ে বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট করেছে এএ। সেখানে দেখা যাচ্ছে, সামরিক বিমান থেকে রাজ্যের মারুক-ইউ টাউনশিপে এক বন্দিশিবিরে বোমাবর্ষণ করা হচ্ছে। গত শনিবার সেখানে হামলা হয়েছে। এএ জানিয়েছে, বন্দিশিবিরে জান্তা বাহিনীর পরিবারের সদস্যরা আটক ছিলেন।

পোস্টে বলা হয়েছে, হামলায় যারা হতাহত হয়েছেন তারা মিয়ানমার সেনাবাহিনীর পরিবারের সদস্য। লড়াইয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়েছিলো বলে জানিয়েছে গোষ্ঠীটি। আরাকান আর্মি আরও জানায়, তাদের মুক্তি দেওয়ার পরিকল্পনা হয়েছিলো। তারমধ্যেই বোমা ফেলেছে জান্তা বাহিনী। নিহতদের মধ্যে নয়জনই শিশু, এদের মধ্যে একজনের বয়স দুই বছর বলে এএ’র পোস্টে বলা হয়েছে। এ ছাড়া নিহতের মধ্যে নারীও আছেন বলে জানিয়েছে আরাকান আর্মি। এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি জান্তা সরকার।

নিউজটি শেয়ার করুন

রাখাইনে বন্দিশিবিরে সরকারি বাহিনীর হামলা

আপডেট সময় : ০৭:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে এক বন্দিশিবিরে হামলা চালিয়েছে দেশটির জান্তা বাহিনী। এতে এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৫ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নারিন জারা। বন্দি শিবিরটিতে জান্তা সরকারের পরিবারের সদস্যরা আটক ছিলো।

বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বরাতে নারিন জারা জানিয়েছে, সর্বশেষ জান্তা বাহিনীর হামলা নিয়ে বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট করেছে এএ। সেখানে দেখা যাচ্ছে, সামরিক বিমান থেকে রাজ্যের মারুক-ইউ টাউনশিপে এক বন্দিশিবিরে বোমাবর্ষণ করা হচ্ছে। গত শনিবার সেখানে হামলা হয়েছে। এএ জানিয়েছে, বন্দিশিবিরে জান্তা বাহিনীর পরিবারের সদস্যরা আটক ছিলেন।

পোস্টে বলা হয়েছে, হামলায় যারা হতাহত হয়েছেন তারা মিয়ানমার সেনাবাহিনীর পরিবারের সদস্য। লড়াইয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়েছিলো বলে জানিয়েছে গোষ্ঠীটি। আরাকান আর্মি আরও জানায়, তাদের মুক্তি দেওয়ার পরিকল্পনা হয়েছিলো। তারমধ্যেই বোমা ফেলেছে জান্তা বাহিনী। নিহতদের মধ্যে নয়জনই শিশু, এদের মধ্যে একজনের বয়স দুই বছর বলে এএ’র পোস্টে বলা হয়েছে। এ ছাড়া নিহতের মধ্যে নারীও আছেন বলে জানিয়েছে আরাকান আর্মি। এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি জান্তা সরকার।