টিকটকের ওপর নিষেধাজ্ঞা তুলতে নির্বাহী আদেশ জারির প্রতিশ্রুতি ট্রাম্পের
- আপডেট সময় : ০৭:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে
শপথ নিয়েই সোমবার (২০ জানুয়ারি) টিকটকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে নির্বাহী আদেশ জারির প্রতিশ্রুতি দিলেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল (রোববার, ১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এছাড়া যৌথ উদ্যোগে টিকটকের ৫০ শতাংশের মালিকানা যুক্তরাষ্ট্রের থাক, এমনটাও চান বলে জানান ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পর টিকটকের অ্যাপ এবং ওয়েব পেইজ মার্কিন ব্যবহারকারীদের জন্য ফিরে আসতে শুরু করে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি এর জন্য ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছে।
এর আগে রোববার জাতীয় নিরাপত্তার কারণে চীনা কোম্পানি বাইটড্যান্সের অধীনে থাকা টিকটক বন্ধ করে দেয়ার আইন কার্যকর হওয়ার আগে শনিবার (১৮ জানুয়ারি) রাতে টিকটক তার ১৭০ মিলিয়ন আমেরিকান ব্যবহারকারীর জন্য তাদের পরিষেবা বন্ধ করে।
মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছিলেন যে, চীনা কোম্পানি বাইটড্যান্সের অধীনে আমেরিকানদের ডেটা অপব্যবহারের ঝুঁকি রয়েছে।