ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে
নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলার লালপুরের সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ধলা গ্রামের দশম শ্রেণির ছাত্র শিবেনের ছেলে শ্রাবণ ও রতনের ছেলে স্বপন এবং তাদের বন্ধু সিংড়া এলাকার বিষ্ণুর ছেলে বিধান মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়। এ সময় সেখচিলান এলাকায় ওয়ালিয়া-কদমচিলান ফিডার রোডে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্রাবণ ও স্বপন মারা যায়। আহত অবস্থায় বিধানকে হাসপাতাল নেয়ার পথে তারাও মৃত্যু হয়।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই কামরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।