আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে অনেক কার্যকারী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ থেকে আমেরিকার প্রত্যাহারের আদেশও রয়েছে।
শপথ নেওয়ার পর ওভাল অফিসে পৌঁছন ট্রাম্প। বাইডেন সরকারের ৭৮টি সিদ্ধান্ত বাতিল করেছেন। এর পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার প্রত্যাহারের ঘোষণা করেন তিনি।
ট্রাম্প বলেন, আগের সরকারের নেওয়া বিপর্যয়কর সিদ্ধান্ত বাতিল করব। আমেরিকার ইতিহাসে এটাই ছিল সবচেয়ে খারাপ সরকার।
ট্রাম্প শপথ নেওয়ার পর কোন কোন ফাইলে স্বাক্ষর করেন?
- ৬ জানুয়ারি, ২০২১-এ ক্যাপিটল হিলে হামলার জন্য দোষী ১৫০০ জনকে ক্ষমা করা হয়েছে।
- ড্রাগ কার্টেলকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করা হবে।
- আমেরিকার দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করা লোকদের থেকে আমেরিকান জনগণকে সুরক্ষিত করা হবে।
- মেক্সিকো এবং কানাডার উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এটি ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে।
- প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাবে আমেরিকা।
- ফেডারেল সরকারে নিয়োগ মেধার ভিত্তিতে হবে।
- সরকারি সেন্সরশিপ শেষ হবে এবং আমেরিকায় বাক্ স্বাধীনতা পুনরুদ্ধার করা হবে।
- আমেরিকায় তৃতীয় লিঙ্গ অবৈধ ঘোষণা করা হয়েছে।
- যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা।
- জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা।
- বৈদ্যুতিক গাড়ির বাধ্যতামূলক ব্যবহার (EV) বাতিল করা হয়েছে।
- আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া শেষ।