সীমান্তে বিজিবির পাশে হাঁসুয়া হাতে কৃষক
- আপডেট সময় : ১২:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ৩৪০ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বাঙ্কারে হাঁসুয়া হাতে তোলা এক কৃষকের ছবি ঝড় তুলেছে নেট দুনিয়ায়। সম্প্রতি জেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সে সময়ই হাঁসুয়া নিয়ে বাঙ্কারে অবস্থান নেন কৃষক বাবুল।
দেশ প্রেমের উদাহরণ হিসেবে তার ছবিটি শেয়ার করছেন অনেকেই। বিজিবির পক্ষ থেকেও প্রশংসা পেয়েছেন বাবুল। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শূন্যরেখার ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, এপারে ফসলী জমিতে বাঙ্কার খুঁড়ে অস্ত্র হাতে তীক্ষè নজরদারিতে বিজিবি সদস্যরা।
আর সরিষা ক্ষেতে বিজিবি সদস্যদের সাথে হাঁসুয়া হাতে দাঁড়িয়ে এক কৃষক। এমন একটি ছবি গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মাতৃভূমি রক্ষায় বিজিবির পাশাপাশি সাধারণ কৃষকের এমন অবস্থানকে দেশপ্রেমের প্রতীক হিসেবে দেখছেন নেটিজেনরা।
স্থানীয়রা জানান, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। এতে বিজিবি বাধা দিলে উত্তেজনা তৈরি হয়। এমন খবর পেয়ে কৃষক বাবুল হক হাঁসুয়া হাতে ছুটে যান সীমান্তে। তারই সরিষার ক্ষেতে বাঙ্কার খুঁড়ে অস্ত্র হাতে পাহারায় থাকা বিজিবি সদস্যদের পাশে হাঁসুয়া হাতে বসে পড়েন তিনি। এই দৃশ্যটিই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাবুল হকের এমন সাহসী কাজের প্রশংসা করছেন স্থানীয়রা। এমন সাহসী পদক্ষেপে সবার প্রশংসায় ভাসা কৃষক বাবুল হক জানিয়েছেন ভবিষ্যতে দেশের যেকোন প্রয়োজনে আত্মনিবেদনের কথা।