ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ৪১০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের জেনিনে এই অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার ‘অপারেশন আয়রন ওয়াল’ নামে এই অভিযান শুরু করে ইসরায়েল। সকালে বেশ কয়েকটি ড্রোন হামলার পর ইসরায়েলি সামরিকযান জেনিন এবং এর শরণার্থী শিবিরে প্রবেশ করে।

ইসরাইলি বাহিনী বলছে, জেনিন শরণার্থী শিবিরে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে তাদের সেনারা। জঙ্গি নেটওয়ার্কগুলো ধ্বংস এবং ভবিষ্যত আক্রমণ ব্যর্থ করার জন্য পশ্চিম তীরে এই অভিযান চালানো হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী, পুলিশ ও শিন বেত নিরাপত্তা পরিষেবা জেনিনে “সন্ত্রাসবাদ” রুখতে একটি বিস্তৃত এবং উল্লেখযোগ্য অভিযান চালাচ্ছে।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত জাতিসংঘের দূত বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অভিয়ানের অধিকার আছে। এটি ‘বাইবেলপ্রাপ্ত অধিকার’ বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ১২:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের জেনিনে এই অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার ‘অপারেশন আয়রন ওয়াল’ নামে এই অভিযান শুরু করে ইসরায়েল। সকালে বেশ কয়েকটি ড্রোন হামলার পর ইসরায়েলি সামরিকযান জেনিন এবং এর শরণার্থী শিবিরে প্রবেশ করে।

ইসরাইলি বাহিনী বলছে, জেনিন শরণার্থী শিবিরে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে তাদের সেনারা। জঙ্গি নেটওয়ার্কগুলো ধ্বংস এবং ভবিষ্যত আক্রমণ ব্যর্থ করার জন্য পশ্চিম তীরে এই অভিযান চালানো হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী, পুলিশ ও শিন বেত নিরাপত্তা পরিষেবা জেনিনে “সন্ত্রাসবাদ” রুখতে একটি বিস্তৃত এবং উল্লেখযোগ্য অভিযান চালাচ্ছে।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত জাতিসংঘের দূত বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অভিয়ানের অধিকার আছে। এটি ‘বাইবেলপ্রাপ্ত অধিকার’ বলে মন্তব্য করেন তিনি।