সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে
রাজধানীর হাজারীবাগ, মিরপুর ও ধানমন্ডি থানার পৃথক তিন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৪ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখান।
এরমধ্যে হাজারীবাগ থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি মিরপুর মডেল থানার মামলায় কামাল আহমেদ মজুমদার এবং ধানমন্ডি থানার মামলায় ডিএমপির সাবেক ডিসি মশিউর রহমান ও জুয়েল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিন সকালে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা। পরে আবেদন মঞ্জুর করে এসব আসামিদের নতুন করে গ্রেপ্তার দেখান আদালত।