‘ওষুধের বাইরে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পর্যালোচনা চলছে’
- আপডেট সময় : ১২:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৩৩৮ বার পড়া হয়েছে
খালেদা জিয়াকে এখন ওষুধ দিয়ে লিভার, কিডনি, ডায়বেটিস, প্রেশার, আর্থরাইটিস ও হার্টের চিকিৎসা করা হচ্ছে। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে ওষুধের বাইরে ওনার শারীরিক অবস্থার উন্নতির জন্য আর কী চিকিৎসা দেওয়া যায়, সে উদ্যোগও নিচ্ছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে লন্ডনের বিশেষায়িত প্রাইভেট হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের সাথে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক, লন্ডন ও বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্যগত সকল পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন। আরও দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আগামী দুই-একদিনের মধ্যে ওনাকে দেখবেন। এখন ওষুধ দিয়ে লিভার, কিডনি, ডায়বেটিস, প্রেশার, আর্থরাইটিস ও হার্টের জন্য চিকিৎসা করা হচ্ছে। ওষুধের বাইরে বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে আর কীভাবে একই ছাদের নিচে ওনার শারীরিক অবস্থার উন্নতির জন্য সবচেয়ে ভালো চিকিৎসা দেওয়া যায়, সেটি করার ওনারা উদ্যোগ গ্রহণ করবেন। তার আগে মেডিকেল বোর্ডের কয়েকজন এক্সটেন্ডেড মেম্বার আছেন, তারাও মতামত দেবেন। সে অনুযায়ী ওনার চিকিৎসা চলবে।
খালেদা জিয়া বন্দি থাকার কারণে, সুচিকিৎসা কম পাওয়ার কারণে, বাইরে নিতে না পারার জন্য যা হয়েছে সবকিছু বিবেচনায় রেখেই সেখানকার চিকিৎসকরা পরিকল্পনা করছেন বলে জানান খালেদা জিয়ার চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।