কপালে বড় লাল সিঁদুরের টপ আর কুমকুম, নাকে ঝোলা পুঁতির মারাঠি নথ, গায়ে ভারী গয়না পরে এবার একেবারে অন্য বেশে নজর কাড়লেন রশ্মিকা মন্দন্না। তাঁর আসন্ন ছবি 'ছাভা'তে তাঁকে ছত্রপতি শিবাজির পুত্রবধূ ও সম্ভাজি মহারাজের স্ত্রী মহারানি ইয়েসুবাঈয়ের ভূমিকায় দেখা যাবে। সেই চরিত্রেই ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার ইনস্টাগ্রামে রশ্মিকা ও প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস যৌথ ভাবে রশ্মিকার ফার্স্ট লুকের ছবি পোস্ট করেছে।
পোস্টে দুটি পোস্টার শেয়ার করা হয়েছে। তার মধ্যে প্রথম পোস্টারে শাড়ি এবং ভারী গয়নায় ধরা দিয়েছেন নায়িকা। প্রথম ছবিতে তাঁর ঠোঁটে লেগে রয়েছে মিষ্টি হাসি। পরের পোস্টারে অভিনেত্রীকে বেশ গম্ভীর মেজাজে দেখা গিয়েছে। সেই ছবিতে তিনি ভারী গয়না পরলেও প্রথম ছবির মতো আধিক্য নেই।
পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘প্রত্যেক মহান রাজার পেছনে দাঁড়িয়ে থাকেন একজন অতুলনীয় শক্তির রানি। রশ্মিকা মন্দন্না আমাদের মহারাণী ইয়েসুবাঈ। স্বরাজ্যের গর্ব। আজ ‘ছাভা’-এর ট্রেলার আসছে! ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’
এই ছবিতে ভিকি কৌশলকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের ভূমিকায় দেখা যাবে নায়ককে। ম্যাডক ফিল্মস প্রযোজিত ও লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবিতে ভিকি এবং রশ্মিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অক্ষয় খান্না।
সম্প্রতি, ভিকি সিএনএন-নিউজ 18 এর ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডসে অংশ নিয়েছিলেন, সেখানে তাঁকে ২০২৪ সালের যুব আইকন সম্মানে ভূষিত করা হয়। বক্তব্য রাখার সময়, অভিনেতা বলেছিলেন যে পরিচালক যখন প্রথম তাঁর সঙ্গে এই ছবিটি নিয়ে কথা বলেছিলেন, তখন তাঁর মাথায় প্রথম চিন্তা ছিল যে তিনি সঠিক ভাবে এই চরিত্রটি হয়ে উঠতে পারবেন কিনা।
এই প্রসঙ্গে ভিকি বলেন, 'প্রথম অনুভূতিটি হ'ল, ‘আমি কি এমন অবিশ্বাস্য চরিত্রের সঙ্গে জাস্টিস করতে পারব? তবে এটাই আমাকে সবচেয়ে বেশি উত্তেজিত করেছিল।’