আর্কা’র আয়োজনকে ভিন্নমাত্রায় নিয়ে যায় ফ্যাশন শো। এই উৎসবের প্রতিদিনই রাখা হয় ফ্যাশন শো। আর এই ফ্যাশন শোয়ে সবার নজর থাকে শো স্টপারের দিকে। এবারের আর্কা ফ্যাশন উইকে সবাইকে অবাক করে দিয়ে ডিজাইনার পোশাক নিয়ে র্যাম্প মাতান জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রুনা খান।
দেশীয় ফ্যাশন হাউস তান-এর ডিজাইনার তানহা শেখ। ‘শো স্টপার’ নয় ‘শো স্টার্টার’ অথাৎ শোয়ের শুরুতে র্যাম্পে হাজির হন জনপ্রিয় এই মডেল। যদিও নিজেকে উপস্থাপন করেন শো স্টপারের ভূমিকায়। পুরো বোল্ড লুকে মঞ্চে হাজির হন রুনা খান। চতুর্থ স্লটের তানের পোশাকে আরও ছিল স্কার্ট, কাট আউট স্ট্রেপলেস টপ, ওয়াইড লেগ প্যান্ট ও স্যুট। অ্যাপলিকে ও ডিজিটাল প্রিন্টে নকশা করা হয়েছে পোশাকগুলো।
তান ছাড়াও শেষ ফ্যাশন শোতে অংশ নেয় অরণ্য ও কুহু। অরণ্য শো করে ক্যাজুয়াল ও ফিউশনওয়্যারের কালেকশন নিয়ে। বিভিন্ন দৈর্ঘ্যের ও প্যাটার্নের স্কার্ট, শ্রাগ, স্ট্রেপলেস টপ, বোম্বার্ড, কার্গো প্যান্ট, লং কোট, হারেম প্যান্ট, অ্যাসেমিট্রিক টপ দেখা যায় এই সংগ্রহে। সবগুলো পোশাকই মিনিমাল কিন্তু ট্রেন্ডি। পোশাকগুলোর সজ্জায় ব্যবহার করা হয়েছে লেইস ও কাঁথাসেলাই। নওশিন খায়েরের এই পুরো সংগ্রহটিতে ইন্ডিগোর ব্যবহার হয়েছে সবচেয়ে বেশি।
আর্কা ফ্যাশন উইকের পর্দা নামে কুহুর রানওয়ের মাধ্যমে। ইউনি সেক্স পোশাকে সাজানো এই কালেকশন। ডিজাইনার কুহুর অনুপ্রেরণা মোগল আর্ট। ফেলে দেওয়া কাপড়ের টুকরোও কাজে লাগায় তারা। শাড়ি, পাঞ্জাবি, বিভিন্ন দৈর্ঘ্যের ও শ্রাগ, কামিজ, শর্ট টপ ও কাউল নেকের ফিউশনধর্মী কাফতানে সাজানো এই কালেকশন। কাটের বৈচিত্র্য নজরকেড়েছে সবার।