আ.লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না: মঈন খান
- আপডেট সময় : ০৩:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আমরা পুনরায় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, যেই গণতন্ত্রের জন্য বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল।
বুধবার (২২ জনিুয়ারি) দুপুরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নতুন কিছু নয় মন্তব্য করে মঈন খান বলেন, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর আক্রমণের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে বন্দুকের মুখে রেখে যেভাবে পালিয়ে গিয়েছিল, সেভাবে ২০২৪ সালেও পালিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই পরিস্থিতিতে একটি সরকার এসেছে, এই সরকার জনগণের সরকার, এই সরকার বাংলাদেশের মানুষের সরকার।
আমরা বিশ্বাস করি, তাদের ওপর যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে সেটি হচ্ছে দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের ওপরে দেশের ১৮ কোটি মানুষের ম্যান্ডেট। আমরা বিএনপি সর্বোতভাবে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে। তারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে কিন্তু তারা কখনোই স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না।
এ সময় উপস্থিত ছিলেন- লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, সহ-সভাপতি শরিফ উদ্দিন ভূঁইয়া বাবু, এমদাদ হোসেন খান, শিল্প বাণিজ্যবিষয়ক সম্পাদক শামসুল ইসলাম, ইউএই সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ রাসেল রাসেল প্রমুখ।