ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের ৩ দিনের ও মোহাম্মদপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায়, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড ও গ্রেপ্তারের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন আদালত। প্রত্যেক আসামি একাধিকবার রিমান্ডপ্রাপ্ত হওয়ায় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন।

মোহাম্মদপুর থানার মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই মোহাম্মদপুর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় ভ্যান চালক ইনছান আলী ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর মা গত ১৩ নভেম্বর মোহাম্মদপুর থানায় ২৬৬ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন।

অপরদিকে উত্তরা পূর্ব থানার মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার সঙ্গে গত ৫ আগস্ট অংশ নেন মো. ফজলুল করিম। বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে আইসিইউতে নেওয়ার পর ডাক্তার ফজলুল করিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড

আপডেট সময় : ০১:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের ৩ দিনের ও মোহাম্মদপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায়, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড ও গ্রেপ্তারের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন আদালত। প্রত্যেক আসামি একাধিকবার রিমান্ডপ্রাপ্ত হওয়ায় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন।

মোহাম্মদপুর থানার মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই মোহাম্মদপুর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় ভ্যান চালক ইনছান আলী ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর মা গত ১৩ নভেম্বর মোহাম্মদপুর থানায় ২৬৬ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন।

অপরদিকে উত্তরা পূর্ব থানার মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার সঙ্গে গত ৫ আগস্ট অংশ নেন মো. ফজলুল করিম। বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে আইসিইউতে নেওয়ার পর ডাক্তার ফজলুল করিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা করেন।