বিমানের রোম ফ্লাইটে বোমাতঙ্ক, শাহজালালে সতর্কতা
- আপডেট সময় : ১১:৫০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। হুমকির পর আজ (বুধবার, ২২ জানুয়ারি) সকাল ৯টার পর ফ্লাইটটি ২৫০ যাত্রী নিয়ে নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বোমা হামলার হুমকির প্রেক্ষিতে বিমানবন্দরের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে। যাত্রীদের ফ্লাইট থেকে টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ভোরের দিকে বিমানবন্দরের কন্ট্রোল রুমে একটি বার্তা আসে। ওই বার্তায় বলা হয়, রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৫৬ এ বোমা রাখা আছে। যে কোনো সময় বোমাটির বিস্ফোরণ ঘটবে। এমন অবস্থায় কন্ট্রোল রুম থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়।
সকাল ৯টা ৩৫ মিটিটে ফ্লাইটটি জরুরি অবতরণের পরপরই গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের নেতৃত্বে বিমান বাহিনীর একটি দল, কুইক রেসপন্স ফোর্সসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নেন। পরে ফ্লাইটের ভেতর থেকে আড়াইশো যাত্রী ও ১৩ ক্রুসহ সবাইকে নিরাপদে বের করে সরিয়ে নেওয়া হয়।
সকাল সাড়ে ১০ টায় বোমা ডিস্পোজাল ইউনিট প্লেনের ভেতর প্রবেশ করে। তারা ১১ টা পর্যন্ত তল্লাশি চালায়। তবে যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে।
কামরুল ইসলাম জানান, যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত তারা টার্মিনাল ভবনেই থাকবেন।