পয়েন্ট টেবিলে অবস্থান শক্ত করলো ফরচুন বরিশাল
- আপডেট সময় : ১১:৪৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসরে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। চিটাগং কিংসের বিপক্ষে জয় পেয়ে নিজেদের প্লে অফের স্বপ্ন টিকিয়ে রাখলো শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। অপর ম্যাচে খুলনাকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান শক্ত করলো তামিমের ফরচুন বরিশাল।
দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। ফলে কাগজে-কলমে প্লে অফে খেলার সম্ভাবনা টিকে শাকিব খানের দলটির।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে স্বাগতিক চিটাগাং কিংস। তবে টি-টোয়েন্টির মারকুটে ব্যাটিং দেখা যায়নি কারো ব্যাটে। ওপেনার নাঈম ইসলাম করেন ৪০ বলে ৪৪ রান। ইনফর্ম গ্রাহাম ক্লার্ক, শামীম পাটোয়ারি কিংবা হায়দার আলী, সবাই থিতু হলেও কারও ব্যাটেই ঝোড়ো ইনিংস পায়নি দল। ফলে ১৪৮ রানে থামে চিটাগাং কিংস। ১৩ রানে ২ উইকেট শিকার করেন মোসাদ্দেক সৈকত।
জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ঢাকা ক্যাপিটালসকে ৭৫ রান এনে দেন লিটন দাস ও তানজিদ তামিম। ২৫ রান করে লিটন আউট হলেও, ফিফটি তুলে নেন জুনিয়র তামিম। ওয়ানডাউনে নামা মুনিম শাহরিয়ার আউট হন ১২ রান করে। ৯০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তানজিদ তামিম।
দিনের আরেক ম্যাচে ফরচুন বরিশালও ধরে রেখেছে জয়ের ধারা। লিগ পর্বে টানা তিন জয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান শক্ত করেছে তামিমের দল। এদিন টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠান খুলনা কাপ্তান মেহেদি মিরাজ। বল হাতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন এই অলরাউন্ডার।
প্রথম ওভারেই ব্যক্তিগত শূন্য রানে সাজঘরে পাঠান বরিশালের দুই ব্যাটার তামিম ও ডেভিড মালানকে। তবে তাওহীদ হৃদয় আর মাহমুদ্দুল্লাহ রিয়াদের জুটিতে আবারো ম্যাচে ফেরে বরিশাল। শেষ দিকে রিশাদের ঝড়ো ব্যাটিংয়ে ১৬৮ রানের সংগ্রহ পায় তারা।
জবাবে ওপেনার নাঈম শেখের অর্ধ শতকেও ম্যাচ বাঁচাতে পারেনি খুলনা টাইগার্স। শেষ পর্যন্ত ৭ রানের পরাজয়ে কপাল পুড়েছে মিরাজ-আফিফদের।