রাজশাহীর কাছে অপ্রতিরোধ্য রংপুরের প্রথম হার
- আপডেট সময় : ০৯:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে
আসরে প্রথমবার হারের মুখ দেখলো রংপুর রাইডার্স। দুর্বার রাজশাহীর কাছে তাদের হার ২৪ রানে। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চারে উঠে এলো তাসকিনের রাজশাহী।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় দুর্বার রাজশাহী। যদিও ১৯ রান করে আউট হন পাক ওপেনার মোহাম্মদ হারিস। সাব্বির হোসেনের ৩৯ আর বিজয়ের ৩৪ রানে বড় সংগ্রহের পথেই ছিল দলটি।
ইয়াসির রাব্বি খেলেন ৩২ বলে ৬০ রানের ইনিংস। তবে শেষদিকে দ্রুত উইকেট হারানোয় ১৭০ রানে থামে রংপুরের ইনিংস। তিনটি করে উইকেট নেন আকিফ জাবেদ ও খুশদিল শাহ। জবাব দিতে নেমে আসরে অপরাজিত থাকা রংপুরের শুরুটা মোটেও ভালো হয়নি।
দলীয় ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে দলটি। সাইফ হাসান ও অধিনায়ক নুরুল হাসান সোহান চেষ্টা করেছিলেন দলকে বাঁচাতে। তবে সাইফের ৪৩ আর সোহানের ৪১ রান দলকে জেতাতে যথেষ্ট হয়নি। ফলে আসরে প্রথমবার হার নিয়ে মাঠ ছাড়ে দলটি। হারলেও, পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে রংপুর রাইডার্স।