পাউলো বাদোসাকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন অ্যারিনা সাবালেঙ্কা।
অস্ট্রেলিয়ান ওপেনের আগের দুই ফেবারিট তকমা আসরে শিরোপা জিতে ডাবল ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেতাব চলতি আসর শুরু করেছিলেন। টুর্নামেন্টের শুরু থেকেই তাই ফেবারিট তকমা ছিলো এই বেলারুশিয়ান টেনিস তারকার গায়ে।
অবশ্য সেমিফাইনালে মেলোবোর্নের রড লেভার অ্যারেনায় শুরু নড়বড়ে ছিলো সাবালেঙ্কার। কিন্তু এরপর দারুণভাবে নিজেকে মেলে ধরেন গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ান ওপেনে রাজত্ব করা বেলারুশ পেনিস তারকা।