শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবীর প্রেম এখন ওপেন সিক্রেট। ‘শিখু’র সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন সাজিয়েছেন শ্রীদেবী কন্যা। মেয়ের এই সম্পর্কে সায় রয়েছে বনি কাপুরেরও। কিন্তু বিয়ের পর ঠিক কেমন সংসারের স্বপ্ন দেখেন বলিউড তারকা জাহ্নবী?
এক বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতার সঙ্গে কথোপকথনের সময় জাহ্নবী কাপুরকে তার ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা ফাঁস করেন। বলিউড তারকা জাহ্নবীর ভাবনা শুনলে আপনি হতবাক হয়ে যেতে পারেন। গ্ল্যামার বা শোবিজ জগতের সঙ্গে কোনও যোগ নেই সেই পরিকল্পনার, পরিবর্তে জাহ্নবী সবাইকে অবাক করে দিয়েছিলেন, কীভাবে তার আদর্শ ভবিষ্যত সাজাবেন তা জানিয়ে। যদিও জাহ্নবীর সেই প্ল্যান মোটেই রোম্যান্টিক ঠেকেনি করণ জোহরের কাছে।
তিনি বলেন, 'আমার এই পরিকল্পনা রয়েছে যে অবশেষে আমার স্বামী এবং তিন সন্তানকে নিয়ে তিরুপতি তিরুমালাতে সংসার পাতব এবং আমরা কলাপাতা থেকে খাব, আমরা 'গোবিন্দ গোবিন্দ' করব এবং আমার চুলে মোগরা (বেলফুলের মালা) থাকবে। আমি সকালে মণি রত্নমের গান শুনব, আমার স্বামীর লুঙ্গি পরে থাকবে, আর ওর মাথায় তেল মালিশ করে দেব'।
জাহ্নবীর এই কথা শুনে আর চুপ থাকেননি করণ। বলেই ফেললেন, ‘লুঙ্গিতে বর! এর মধ্যে রোম্যান্টিক কী আছে শুনি?’ যদিও জাহ্নবী নিজের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বেশ নিশ্চত তা বোঝালেন। এখনও জীবনের বিশেষ দিনগুলো একদম অন্যভাবে উদযাপন করেন জাহ্নবী। মনের মানুষের হাত ধরে পৌঁছে যান তিরুপতি। মন্দিরে পুজো দিয়েই শান্তি পান নায়িকা। সেই সফরে তাঁর সঙ্গী হন শিখর।
ইন্টারনেট অবশ্য জাহ্নবীর এই প্ল্যানকে স্বাগত জানাচ্ছে। তাঁদের মতে, নায়িকা সাদামাটা জীবন চান। একজন লেখেন, ‘করণ ওকে একা ছেড়ে দাও। কারণ আপনি হাইপ বোঝেন, এর মধ্যেকার সৌন্দর্য খুঁজে পাবেন না’। শ্রীদেবীর তেলুগু শিকড়কে আঁকড়ে থাকতে চান তাঁর মেয়ে, এটা তো গর্বের ব্যাপার, মন করছেন নেটিজেনরা। আপনি কি জাহ্নবীর বিবাহিত জীবনের এই পরিকল্পনার ব্যাপারে শুনে আশ্চর্য হলেন? সত্যি কি বিয়ের কয়েক বছরের মধ্যেই গ্ল্যামার দুনিয়াকে অলবিদা জানাবেন অভিনেত্রী?
কাজের ক্ষেত্রে, জাহ্নবীকে খুব শীঘ্রই বরুণ ধাওয়ানের বিপরীতে 'সানি সংস্কারি কি তুলসী কুমারি' ছবিতে দেখা যাবে। সেই নিয়েই ব্যস্ত নায়িকা।