ওপেক তেলের দাম কমালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
- আপডেট সময় : ১২:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ৩৫২ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ট্রুথ সোশ্যালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে হবে, অন্যথায় তিনি কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করবেন। বৃহস্পতিবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভার্চুয়ালি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (অন্যান্য বিষয়ের মধ্যে) নিয়ে কথা বলেন তিনি, তেলের দাম সংঘাত টেনে আনার ক্ষেত্রে একটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভার্চুয়ালি হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষণে অভিষেক দিবসে তার বক্তব্যের প্রতিধ্বনি করা হয়েছে এবং এ পর্যন্ত তিনি যে সমস্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তার তালিকাভুক্ত করা হয়েছে। তবে তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন, যা শিগগিরই তিন বছরে পৌঁছাবে।
সৌদি আরব, ওপেকসহ তেলের দামের কথা উল্লেখ করে যুদ্ধ নিয়ে কথা বলতে শুরু করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘দাম কমলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তাৎক্ষণিকভাবে শেষ হবে। “এই মুহূর্তে, দাম যথেষ্ট বেশি যে যুদ্ধ অব্যাহত থাকবে। তেলের দাম কমাতে হবে। তোমরাই পারবে এই যুদ্ধের অবসান ঘটাতে”। পরে তিনি বলেন, ‘যা ঘটছে তার জন্য তারা খুবই দায়ী, প্রকৃতপক্ষে, একটি নির্দিষ্ট পরিমাণে, লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটছে।
ট্রাম্প বলেন, তার প্রশাসন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, ‘এটি একটি নিখুঁত বধ্যভূমি। লাখ লাখ সেনা নিহত হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন দৃশ্য আর কেউ দেখেনি।
পরে প্রশ্ন গ্রহণ করার সময় ট্রাম্প বলেন, যুদ্ধের অবসান ঘটাতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান। তিনি আবার ছবিতে দেখা গণহত্যা এবং হত্যাযজ্ঞের কথা উল্লেখ করেছিলেন – এই ধারণাটি প্রত্যাখ্যান করেছিলেন যে তার উদ্বেগ সম্পূর্ণরূপে অর্থনৈতিক প্রকৃতির। কিন্তু মাত্র একদিন আগেও তার সুর ছিল অন্যরকম। ট্রাম্প ট্রুথ সোশ্যালে নিম্নলিখিত পোস্ট করেছেন:
“আমি রাশিয়া করতে যাচ্ছি, যার অর্থনীতি ব্যর্থ হচ্ছে, এবং প্রেসিডেন্ট পুতিন, একটি খুব বড় উপকার। এখনই নিষ্পত্তি করুন, এবং এই হাস্যকর যুদ্ধ বন্ধ করুন! এটি কেবল আরও খারাপ হতে চলেছে। আমরা যদি কোনো ‘চুক্তি’ না করি এবং শিগগিরই আমার কাছে উচ্চ মাত্রার কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আসুন এই যুদ্ধ শুরু করি, যা আমি রাষ্ট্রপতি হলে কখনই শুরু হত না! আমরা এটি সহজ উপায়ে বা কঠিন উপায়ে করতে পারি – এবং সহজ উপায় সর্বদা ভাল। সময় এসেছে ‘চুক্তি করার’ সময়। আর কোনো প্রাণ যেন না ঝরে যায়!!’
ট্রাম্প রাশিয়াকে শুল্ক আরোপের হুমকি দিলে অবাক হওয়ার কিছু নেই; নির্বাচনী প্রচারণায় নামবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের অবস্থানে সন্তুষ্ট ন্যাটোর মহাসচিব মার্ক রুট। তিনি বলেন, রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্পের অবস্থানে আমি খুব, খুব খুশি। আমরা জানি যে রাশিয়ার অর্থনীতি ভয়ানক খারাপ করছে এবং নিষেধাজ্ঞাগুলি সাহায্য করবে, “তিনি রাষ্ট্রপতির উপস্থিতির আগে দাভোসে সিএনবিসিকে বলেছিলেন। বৃহস্পতিবার ট্রাম্প দাভোস দখলের আগেও বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল পাঁচ ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিল, যুদ্ধ যত এগোচ্ছে তাতে রাশিয়ার অর্থনীতি নিয়ে ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়ছেন পুতিন।