বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে একদিনেই ১৩টির বেশি বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তিনি এ বৈঠকগুলো সম্পন্ন করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে সাংবাদিকদের এ কথা জানান।
প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরকে আরও বেশি কার্যক্ষম করতে চান।’ চট্টগ্রামে বিনিয়োগ ও সহায়তার ব্যাপারে দুটো বৈঠকের ব্যাপারে জানান প্রেস সচিব।
তিনি বলেন, ‘চট্টগ্রাম কার্যক্ষম হলে তা নেপাল, ভুটান, নর্থ ইস্ট ইন্ডিয়া অঞ্চলের জন্যও বড় একটি পোর্ট হিসেবে কাজ করবে।’
মেটার সঙ্গে বৈঠক নিয়ে প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশে ফেসবুকের ফ্যাক্ট চেকিং চালু থাকবে এবং তারা বাংলাদেশে অপতথ্য ছড়ানোর ব্যাপারে অবগত থাকবে।’
এর আগে চার দিনের সফরে ২০ জানুয়ারি সুইজারল্যান্ড যান তিনি। সফরকালে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করছেন। সফর শেষে আগামী ২৫ জানুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।