হার দিয়েই বিপিএল ফুটবলের প্রথম পর্বের খেলা শেষ করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার (২৪শে জানুয়ারি) কুমিল্লায় ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ফকিরেরপুলের কাছে ১-০ গোলে হেরেছে আসরে অপরাজিত থাকা দলটি। শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে দুই দল। আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। তবে স্ট্রাইকার্সদের ব্যর্থতায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। দ্বিতীয়ার্ধে লড়াই জমিয়ে তুলে ফকিরেরপুল।
ম্যাচে ৬৬ মিনিটে সরদার জাখোনভের গোলে এগিয়ে যায় ফকিরেরপুল। সমতায় ফিরতে শেষ পর্যন্ত চেষ্টা করেও ব্যার্থ হয় আলফাজ আহমেদের শিষ্যরা। এদিকে, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৫-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বসুন্ধরা কিংস। ময়ময়সিংহে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ক্লাব।