মহাকাশে নতুন পরীক্ষামূলক স্যাটেলাইট পাঠিয়েছে চীন
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৯:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ৩৪০ বার পড়া হয়েছে
যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের লক্ষ্যে মহাকাশে নতুন একটি পরীক্ষামূলক স্যাটেলাইট পাঠিয়েছে চীন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিচাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পরীক্ষামূলক স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
বেইজিং সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১:৩২ মিনিটে লং মার্চ-থ্রিবি রকেটে করে উৎক্ষেপণের পর স্যাটেলাইটটি পরিকল্পিত কক্ষপথে সফলভাবে পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে।
এই স্যাটেলাইটের মাধ্যমে উন্নত যোগাযোগ ছাড়াও, রেডিও, টেলিভিশন এবং ডেটা ট্রান্সমিশন পরিষেবার কাজে লাগানোর কথা ভাবছে চীন।
আর পরীক্ষামূলক স্যাটেলাইটটি এসব সম্পর্কিত প্রযুক্তি পরীক্ষা এবং যাচাইয়ের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।