ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অন্তর্বর্তী সরকারের মধ্যে কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / ৩৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সাথে এই সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এ নেতা।

আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) সকালে বনানীতে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে।’ এছাড়াও এ সরকার প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে বিশেষ এক রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। এগুলো ঠিক করতে হবে। না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। কারণ বর্তমানে মানুষের ধারণা এটি একটি নিরপেক্ষ সরকার।

তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল।’ এখনো অধিকাংশ সচিব ও প্রশাসনের লোক আওয়ামী লীগের দোসর বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, এই সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। তার আগে যুতটুকু সংস্কার দরকার করবে, সেখানে কেউ কিছু বলছে না। কিন্তু অনন্তকাল ধরে সংস্কার চলবে, সেটা হতে পারে না। ৫ আগস্ট আমাদের আন্দোলনের যে বিজয় হয়েছে, তার ভিত্তি তৈরি করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রিজভী বলেন, এক-এগারো ইস্যুতে বিএনপির এই নেতা বলেন, কিসের ভয় দেখান যে ১/১১ এর পুনরাবৃত্তি হবে। উপদেষ্টারা কি বিজ্ঞলোকদের রাজনীতি শেখাতে চায়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। জনগণের প্রত্যাশা ছিল এই সরকার তাদের জন্য কাজ করবে। কিন্তু জনগণ ভোট দিতে পারে না আর আপনারা সংস্কার সংস্কার করেন। আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন শেখ হাসিনার প্রতিচ্ছবি। কারণ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র।

রিজভী বলেন, ‘সরকারের এ ধরনের আচরণের কারণেই মানুষ তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।’ এদিন, বনানীতে বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও আরাফাত রহমান কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন।

নিউজটি শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের মধ্যে কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে: রিজভী

আপডেট সময় : ০৪:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সাথে এই সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এ নেতা।

আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) সকালে বনানীতে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে।’ এছাড়াও এ সরকার প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে বিশেষ এক রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। এগুলো ঠিক করতে হবে। না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। কারণ বর্তমানে মানুষের ধারণা এটি একটি নিরপেক্ষ সরকার।

তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল।’ এখনো অধিকাংশ সচিব ও প্রশাসনের লোক আওয়ামী লীগের দোসর বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, এই সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। তার আগে যুতটুকু সংস্কার দরকার করবে, সেখানে কেউ কিছু বলছে না। কিন্তু অনন্তকাল ধরে সংস্কার চলবে, সেটা হতে পারে না। ৫ আগস্ট আমাদের আন্দোলনের যে বিজয় হয়েছে, তার ভিত্তি তৈরি করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রিজভী বলেন, এক-এগারো ইস্যুতে বিএনপির এই নেতা বলেন, কিসের ভয় দেখান যে ১/১১ এর পুনরাবৃত্তি হবে। উপদেষ্টারা কি বিজ্ঞলোকদের রাজনীতি শেখাতে চায়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। জনগণের প্রত্যাশা ছিল এই সরকার তাদের জন্য কাজ করবে। কিন্তু জনগণ ভোট দিতে পারে না আর আপনারা সংস্কার সংস্কার করেন। আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন শেখ হাসিনার প্রতিচ্ছবি। কারণ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র।

রিজভী বলেন, ‘সরকারের এ ধরনের আচরণের কারণেই মানুষ তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।’ এদিন, বনানীতে বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও আরাফাত রহমান কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন।