ভূঅভ্যন্তরে এভারেস্টের চেয়ে ১০০ গুণ বড় দুই ‘পর্বত’
- আপডেট সময় : ০২:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে
ভূপৃষ্ঠের গভীরে এভারেস্টের চেয়েও ১০০ গুণ বড় দুই ‘পর্বত’ আবিষ্কার করার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। এ সংক্রান্ত একটি গবেষণা বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়, এ দুটি পর্বতের মধ্যে একটি আফ্রিকা মহাদেশ এবং অন্যটি প্রশান্ত মহাসাগরের নিচে। এ দুটি পর্বতের উচ্চতাই প্রায় এক হাজার কিলোমিটার। যেখানে বিশ্বের উপরিভাগে সবচেয়ে উঁচু পর্বত এভারেস্টের উচ্চতা আট দশমিক আট কিলোমিটার।
বিজ্ঞানীরা বলছেন, এই পর্বতগুলোর বয়স কমপক্ষে ৫০ লাখ বছর। এগুলো মাটি থেকে ১২০০ কিলোমিটার গভীরে অবস্থিত এবং টেকটনিক প্লেট দ্বারা বেষ্টিত।
গবেষণা দলের প্রধান নেদারল্যান্ডের ইউট্রেখট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আরওয়েন ডিউস বলেন, কেউ জানত না যে এগুলো কী। এগুলো কী অস্থায়ীভাবে সেখানে রয়েছে নাকি লাখ লাখ বছর ধরে ওখানে আছে।
গবেষণায় বলা হয়, পৃথিবী পেঁয়াজের মতো আলাদা আলাদা অংশে বিভক্ত। বাইরে পাতলা খোসার মতো এবং তারপর স্থিতিস্থাপক ম্যানটেল আউটডোর। এই ম্যানটেল আউটডোর ও এরপর তরল আউটার কোর। এই স্থানের সীমান্তে দুটি পর্বত অবস্থিত। এটি পৃথিবীর দুটি আলাদা আলাদা বিপরীত দিকে অবস্থিত।