সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে যা জানাল দিল্লি
- আপডেট সময় : ০৯:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে
সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতিবাচক সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) নয়াদিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সামরিক সম্পর্ক নিয়েও ভারতের অবস্থান স্পষ্ট করেন তিনি।
রণধীর জয়সওয়াল বলেন, সীমান্তে বেড়া দেওয়ার বিষয়টি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ। মানবপাচার, গরু পাচারসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে এটি অপরিহার্য। আমরা আশা করছি, বাংলাদেশ সরকার এ বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করবে এবং সম্মিলিতভাবে একটি অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও জানান, সীমান্তে যে কাজ চলছে, তা দুই দেশের সমঝোতার ভিত্তিতেই পরিচালিত হচ্ছে। এ বিষয়ে দুই দেশের সম্মিলিত প্রয়াস জরুরি। যা কিছু নির্ধারিত হয়েছে, তা বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশগুলোর কার্যক্রম আমরা তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করি। বিশেষত, যেসব পদক্ষেপ ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে, সেগুলোর ব্যাপারে আমাদের অবস্থান কঠোর। প্রয়োজনে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে।
বিজিবি ও বিএসএফের মধ্যে চলমান বৈঠকের বিষয়েও কথা বলেন রণধীর জয়সওয়াল। তিনি জানান, বৈঠক নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। সময় নির্ধারণ হলে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও বলেন, আমরা সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করি। দুই দেশের মধ্যে ইতিবাচক সমঝোতা আমাদের অভিন্ন স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দেওয়া হলেও, সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে তাদের কঠোর অবস্থানও স্পষ্ট করা হয়েছে।