অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন ম্যাডিসন কিইস
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ১০:৪২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে আরিয়ানা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন ম্যাডিসন কিইস। মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় ফাইনাল ৬-৩, ২-৬, ৭-৫ গেমে ম্যাচটি জিতে নেন কিইস। প্রথম সেট জিতেই ভালো শুরু করেছিলেন কিইস। তবে দ্বিতীয় সেটেই দারুণ ভাবে ফিরে আসেন সাবালেঙ্কা।
তবে এরপরই যেন দারুণভাবে ঘুরে দাঁড়ান কিইস। প্রতিপক্ষকে পরে আর তেমন কোনো সুযোগই এই মার্কিন তারকা। দুই ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে ছয় গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবালেঙ্কা চ্যালেঞ্জ জানিয়েছিলেন ঠিকই।
কিন্তু প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয়ে মার্কিন তারকার সামনে দাঁড়াতে পারেননি টেনিসের বর্তমান নারী নাম্বার ওয়ান। ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই বাজিমাত করলেন কিইস।