ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

একাত্তর অস্বীকারকারীদের সঙ্গে আপোষ হতে পারে না: বুলু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যারা বায়ান্নর ভাষা আন্দোলন এবং একাত্তর সালকে অস্বীকার করে তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার উদ্দেশ্যে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে আজ যারা বড় বড় কথা বলছেন তারা সেদিন দাবি আদায়ের জন্য সাবেক ডিবি হারুনের হোটেলে বাবা-মাকে নিয়ে ভাত খেয়েছেন। শেখ হাসিনা যদি তখন তাদের দাবি মেনে নিত তাহলে আপনারা আজ বড় বড় কথা বলতে পারতেন না।

বিএনপির এই নেতা বলেন, যারা ১৯৭১‘র মহান মুক্তিযুদ্ধ ও ১৯৫২’র ভাষা আন্দোলনকে অস্বীকার করে ১৯৪৭-এ ফিরতে চায় তাদের সঙ্গে কোনো আপোষ নেই। ৩০ লাখ মানুষের তাজা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, এর সঙ্গে আপোষ নয়। যারা ১৯৭১ সালকে অস্বীকার করে, তারা এই দেশের নাগরিক না, তারা দেশকে ভালোবাসে না।’

তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠি করেনি। নিহত ২ হাজার শহীদের মধ্যে বিএনপির ৮৭২ জন নেতাকর্মী শাহাদাৎ বরণ করেছেন বলে দাবি বুলুর।

শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনের ব্যাপারে বুলু বলেন, শিক্ষার্থীরা একটা না দশটা রাজনৈতিক দল তৈরি করুক, জনগণ নির্বাচন করবে জিতবে কে?

দ্রুত একটি নির্বাচনের তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, ‘দ্রুত নির্বাচন দিন। সেই নির্বাচনে আমরা আড়াইশ আসন পেলেও আন্দোলনে অংশীজনদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করব।’

নিউজটি শেয়ার করুন

একাত্তর অস্বীকারকারীদের সঙ্গে আপোষ হতে পারে না: বুলু

আপডেট সময় : ০৩:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

যারা বায়ান্নর ভাষা আন্দোলন এবং একাত্তর সালকে অস্বীকার করে তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার উদ্দেশ্যে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে আজ যারা বড় বড় কথা বলছেন তারা সেদিন দাবি আদায়ের জন্য সাবেক ডিবি হারুনের হোটেলে বাবা-মাকে নিয়ে ভাত খেয়েছেন। শেখ হাসিনা যদি তখন তাদের দাবি মেনে নিত তাহলে আপনারা আজ বড় বড় কথা বলতে পারতেন না।

বিএনপির এই নেতা বলেন, যারা ১৯৭১‘র মহান মুক্তিযুদ্ধ ও ১৯৫২’র ভাষা আন্দোলনকে অস্বীকার করে ১৯৪৭-এ ফিরতে চায় তাদের সঙ্গে কোনো আপোষ নেই। ৩০ লাখ মানুষের তাজা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, এর সঙ্গে আপোষ নয়। যারা ১৯৭১ সালকে অস্বীকার করে, তারা এই দেশের নাগরিক না, তারা দেশকে ভালোবাসে না।’

তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠি করেনি। নিহত ২ হাজার শহীদের মধ্যে বিএনপির ৮৭২ জন নেতাকর্মী শাহাদাৎ বরণ করেছেন বলে দাবি বুলুর।

শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনের ব্যাপারে বুলু বলেন, শিক্ষার্থীরা একটা না দশটা রাজনৈতিক দল তৈরি করুক, জনগণ নির্বাচন করবে জিতবে কে?

দ্রুত একটি নির্বাচনের তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, ‘দ্রুত নির্বাচন দিন। সেই নির্বাচনে আমরা আড়াইশ আসন পেলেও আন্দোলনে অংশীজনদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করব।’