ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চাঁপাই সীমান্তে ফের বিএসএফের গুলি, বাংলাদেশি আহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালিয়েছে। গুলিতে এক বাংলাদেশি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেলেও তা নিশ্চিত করেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত বাংলাদেশির নাম হাবিল উদ্দীন (৩২)। তিনি একই উপজেলার তেলকুপি গ্রামের বেলাল উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে হাবিলসহ ৭ থেকে ৮ জন বাংলাদেশি তেলকুপি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে হাবিল আহত হন। তাঁর পিঠে গুলি লাগে। পরে হাবিলকে চিকিৎসার জন্য শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ বিজিবি-৫৯ ব্যাটায়িলয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ওপারে দুই থেকে তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। শব্দ শোনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে কোনো আলামত পায়নি।

কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোলাগুলির ঘটনা নিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠক শেষে বিস্তারিত বলা যাবে।

এর আগে, গত ১০ জানুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আরেক সীমান্ত আজমতপুরে বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম নামে এক চোরাচালানী আহত হন।

নিউজটি শেয়ার করুন

চাঁপাই সীমান্তে ফের বিএসএফের গুলি, বাংলাদেশি আহত

আপডেট সময় : ০১:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালিয়েছে। গুলিতে এক বাংলাদেশি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেলেও তা নিশ্চিত করেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত বাংলাদেশির নাম হাবিল উদ্দীন (৩২)। তিনি একই উপজেলার তেলকুপি গ্রামের বেলাল উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে হাবিলসহ ৭ থেকে ৮ জন বাংলাদেশি তেলকুপি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে হাবিল আহত হন। তাঁর পিঠে গুলি লাগে। পরে হাবিলকে চিকিৎসার জন্য শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ বিজিবি-৫৯ ব্যাটায়িলয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ওপারে দুই থেকে তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। শব্দ শোনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে কোনো আলামত পায়নি।

কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোলাগুলির ঘটনা নিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠক শেষে বিস্তারিত বলা যাবে।

এর আগে, গত ১০ জানুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আরেক সীমান্ত আজমতপুরে বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম নামে এক চোরাচালানী আহত হন।