‘দ্রুত নির্বাচন না হলে গণতন্ত্র নস্যাৎ হয়ে যাবে’
- আপডেট সময় : ০৪:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৩৫৭ বার পড়া হয়েছে
দ্রুত নির্বাচন না হলে দেশে সমস্যা বাড়ার সাথে গণতন্ত্র নস্যাৎ হয়ে যাবে। এছাড়া নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অন্য পরিকল্পনা থাকলে দেশের জন্য ভালো হবেনা বলে মত বিএনপি নেতাদের। বিএনপি নেতাদের অভিযোগ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাতেই হতে পারে ১/১১ এর মত ষড়যন্ত্র।
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বিএনপির পক্ষ থেকে দাবি আসে দ্রুত সংস্কার শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের।
নির্বাচন পূর্ব সংস্কার, বিএনপির দ্রুত সময়ে নির্বাচনের দাবি, শিক্ষার্থীদের নতুন দল গঠন, নির্বাচনকালীন সরকারসহ নানা ইস্যুতে মতপার্থক্যের মধ্যে আলোচনায় মাইনাস টু ফর্মুলা ও ১/১১ নিয়ে।
এমন অবস্থায় শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মন্তব্য, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অন্য পরিকল্পনা থাকলে ভালো হবে না।
তিনি বলেন, ‘নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অন্য পরিকল্পনা থাকলে ভালো হবে না। যারা সংস্কারের কথা বলে তাদের জানা উচিৎ বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মাধ্যমে। নতুন করে সংস্কারের কথা শোনা দুঃখজনক।’
আমীর খসরু বলেন, ‘যারা জিয়া বাদের কথা বলে তাদের উদ্দেশ্য ভালো না।’ তিনি বলেন, ‘এই সরকারের মাধ্যমেই নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’ বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্য গড়তে হবে বলেও জানান তিনি।
এছাড়াও রাজধানীতে দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবিতে আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাতেই ১/১১ ষড়যন্ত্র হতে পারে।
তিনি বলেন, ‘অন্তর্বতী সরকারকে দোষের কাঠগড়ায় দাঁড় করাতে চায় না বিএনপি। এই সরকার ব্যর্থ হলে অনিশ্চয়তায় পড়বে দেশ।’
আব্দুস সালাম বলেন, ‘শেখ হাসিনা বাকশাল করতে চেয়েছিল বলেই জনগণ রুখে দিয়েছ।’
রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন জনগণ নির্ধারণ করবে কোনো গোষ্ঠী নয় জানিয়ে তিনি বলেন, ‘ভোটের অধিকারের জন্যই পরিবর্তন। বিএনপি ৫ আগস্ট জাতীয় সরকারে না গিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়েছে।’
কোন শক্তি কিংবা পক্ষ দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বিএনপির।