বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিপক্ষ যাদেরকে পেল বাংলাদেশ
- আপডেট সময় : ০২:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৩৬২ বার পড়া হয়েছে
বাংলাদেশের নারী ক্রিকেট দল এবার ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের সরাসরি টিকিট কাটতে পারেনি। যদিও ২০২২ সালে অনুষ্ঠিত নারীদের ওয়ানডে বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, এবার তা নষ্ট হয়ে গেছে। ফলে, বিশ্বকাপের টিকিট পেতে এখন বাছাইপর্ব পাড়ি দিতে হবে টাইগ্রেসদের।
ভারতীয় মাটিতে অনুষ্ঠেয় নারীদের ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ৮টি দল অংশ নিবে। এর মধ্যে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড সরাসরি জায়গা নিশ্চিত করেছে। বাকি দুটি দল আসবে বাছাই পর্ব থেকে। সেখানে ৬টি দল অংশ নেবে, যার মধ্যে থাকবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড।
এবারের বাছাই পর্বে সব দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলার সুযোগ পাবে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলে। বাংলাদেশকে এই বাছাই পর্বে ৫টি ম্যাচ খেলতে হবে। এই ম্যাচগুলোতে বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ হতে পারে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান। এছাড়াও আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ডের বিপক্ষে সতর্ক থাকতে হবে টাইগ্রেসদের।
এই বাছাই পর্বে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করবে তাদের পারফরম্যান্স, আর বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ যদি গতরাতে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে সক্ষম হতো তাহলে বাছাইপর্ব খেলা ছাড়াই সরাসরি বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পেত। কিন্তু তারা শেষ ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজয়বরণ করে।