ব্রাজিলকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার ইতিহাস
- আপডেট সময় : ১২:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং উত্তেজনাকর এক লড়াই। ব্রাজিল বনাম আর্জেন্টিনার মাঠের যুদ্ধ। আবারও দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে। তবে, লিওনেল মেসির উত্তরসূরীদের কাছে কুপোকাত হলো সেলেসাওরা।
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরেছে ব্রাজিল। দলকে জয় এনে দেয়ার পথে জোড়া গোল করেছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ক্লওদিও এচেভেরি। একটি করে গোল করেছেন ইয়ান সুবিয়াবরে, অগাস্টিন রুবের্তো ও সান্তিয়াগো হিদালগো। অপর গোলটি আত্মঘাতী।
ম্যাচের শুরুতেই তিন গোল দিয়ে ব্রাজিলকে ছিটকে দেয় আর্জেন্টিনা। ষষ্ঠ মিনিটে রিভার প্লেটের ইয়ার সুবিয়াব্রের করা গোলে অ্যাসিস্ট করেন ভ্যালেন্তিনো আকুনা। এরপর ৮ম মিনিটে আর্জেন্টিনাকে দ্বিতীয় গোল এনে দেন ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী ফরোয়ার্ড এচেভেরি। এই গোলেও অ্যাসিস্ট করেন আকুনা।
মিনিট তিনেক পরে আত্মঘাতী গোল করে দলকে ৩-০ গোলে পিছিয়ে দেন ব্রাজিলের রাইট ব্যাক ইগর সেরাতো। যার ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি। বিরতির পর ৫২, ৫৪ ও ৭৮ মিনিটে আরও তিন গোল করে আর্জেন্টিনা। যার ফলে আর ম্যাচে ফেরার সুযোগই পায়নি সেলেসাওরা।
মহাদেশীয় চ্যাম্পিয়নশিপটির ইতিহাসে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল। প্রতিযোগিতাটির ৭১ বছরের ইতিহাসে গতকাল রাতের আগ পর্যন্ত ব্রাজিল কখনও তিন গোলের বেশি ব্যবধানেই হারেনি। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ পর্যায়ের এই চ্যাম্পিয়নশিপে সর্বশেষ কোনো দল ৬-০ গোলে হেরেছিল ২০১৩ সালে। বলিভিয়ার জালে ৬ গোল করেছিল কলম্বিয়া।
জাতীয় দলের যে কোনো স্তর (অনূর্ধ্ব-১৫ থেকে সিনিয়র দল) বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল। ৮৫ বছর পর রেকর্ড নতুন করে লিখলেন ক্লদিও এচেভেরিরা।