ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভুলভুলাইয়া ৩-র নায়ককে কী টিপস দিলেন কিং খান?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এই প্রজন্মের বলি নায়কদের মধ্যে সবার ফেভারিট কার্তিক আরিয়ান। প্রযোজকদের পছন্দের লিস্টে একদম উপরের দিকে রয়েছেন তিনি, কারণ বক্স অফিসে তাঁর উপর বাজি লাগানো ফায়দার। অন্যদিকে বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারস্টার শাহরুখ খান। পর্দায় একসঙ্গে দেখা যায়নি দুজনকে। তবে আইফার জমকালো আসর মিলিয়ে দিল তাঁদের।

শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ে আইফা ২০২৫-এর প্রি-ইভেন্টে হাজির ছিলেন শাহরুখ খান ও কার্তিক আরিয়ান।

এই বছর আইফা অ্যাওয়ার্ডসে লাগবে রাজস্থানের রঙ। কারণ জয়পুরে বসতে চলেছে আইফার ২৫তম সংস্করণের আসর। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকহেন কর্তিক। তাই সিনিয়র শাহরুখের কাছ থেকে অ্যাঙ্করিং-এর টিপস নিলেন নায়ক। শুধু তাই নয়, শাহরুখ কার্তিককে রীতিমতো রাজস্থানি ভাষাও শেখলেন।

শাহরুখ বলেন, ‘কার্তিক আইফার ২৫তম সংস্করণের সঞ্চালনা করতে যাচ্ছেন। যাতে আমি তাঁর হাতে ব্যাটন তুলে দিতে পারি, জয়পুরে কীভাবে শুরু করবেন সেটা আমি ওকে শিখিয়ে দিতে পারি।’ এরপর ‘পাধারো মারে দেশ’, ‘খাম্মা গনি’-র স্থানীয় বাক্যবন্ধ কার্তিককে শেখালেন কিং খান।

চটজলদি ‘পাধারো মারে দেশ, রাজস্থান (আমার দেশ রাজস্থানে )। এমনকি ‘খাম্মা গনি’ (রাজস্থানী ভাষায় অভিবাদন) বলে দর্শকদের শুভেচ্ছা জানান তাঁরা। হাতজোড় করে দর্শকদের উদ্দেশে প্রণাম করে উল্লাস প্রকাশ করেন।

এদিনে অনুষ্ঠানের জন্য, শাহরুখ একটি কালো পোশাক বেছে নিয়েছিলেন – শার্ট, প্যান্ট এবং ব্লেজার। তবে শাহরুখের সাজে সবচেয়ে বড় চমক ছিল তাঁর কানের কাফ। কে বলবে এই বছর ‘সিনিয়র সিটিজেন’ হয়ে যাবেন বলিউডের রোম্যান্স কিং! সাদা শার্ট, টাই, নীল ব্লেজার ও ম্যাচিং প্যান্টে একদম কর্পোরেট লুকে দেখা গেল কার্তিককে।

অনুষ্ঠানে হাজির ছিলেন নোরা ফতেহিও। প্রিন্টেড ব্লেজার ও ম্যাচিং স্কার্টের নিচে কালো টার্টলনেক টপ পরেছিলেন নোরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারীও। আগামী ৮ ও ৯ মার্চ জয়পুরে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

২০২৫ সালে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির (আইফা) রজত জয়ন্তী উদযাপনের সময় শাহরুখ বলেন, ‘আমার সবচেয়ে মূল্যবান কিছু স্মৃতি আইফার যাত্রায় বোনা হয়েছে এবং রাজস্থানের প্রাণবন্ত শহর জয়পুরে এর রজত জয়ন্তী উদযাপন করা সত্যি ম্যাজিক্যাল। লন্ডনের মিলেনিয়াম ডোমে আইকনিক উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে ২৫ বছরের অবিস্মরণীয় মুহূর্ত, আইফা ভারতীয় চলচ্চিত্রের বিশ্বব্যাপী অনুরণনের একটি উজ্জ্বল প্রতীক। এটি শুধু একটা ইভেন্ট নয়; এটি একটি উত্তরাধিকার – গল্প বলা, সংস্কৃতি এবং শৈল্পিক উজ্জ্বলতার শক্তির একটি প্রমাণ যা সীমানা অতিক্রম করে’।

শাহরুখ আরও বলেন, ‘এই অসাধারণ যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞতায় ভরে গেছি। আমরা যখন আইফার ঐতিহাসিক মাইলফলক উদযাপন করতে একত্রিত হয়েছি, আমি রাজস্থানের হৃদয়ে ভক্ত এবং বন্ধুদের সাথে জাদুকরী অধ্যায় ভাগ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি’। গত বছর আবু ধাবিতে শাহরুখ, অভিনেতা ভিকি কৌশল এবং করণ জোহরের সঙ্গে আইফা অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

ভুলভুলাইয়া ৩-র নায়ককে কী টিপস দিলেন কিং খান?

আপডেট সময় : ১২:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

এই প্রজন্মের বলি নায়কদের মধ্যে সবার ফেভারিট কার্তিক আরিয়ান। প্রযোজকদের পছন্দের লিস্টে একদম উপরের দিকে রয়েছেন তিনি, কারণ বক্স অফিসে তাঁর উপর বাজি লাগানো ফায়দার। অন্যদিকে বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারস্টার শাহরুখ খান। পর্দায় একসঙ্গে দেখা যায়নি দুজনকে। তবে আইফার জমকালো আসর মিলিয়ে দিল তাঁদের।

শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ে আইফা ২০২৫-এর প্রি-ইভেন্টে হাজির ছিলেন শাহরুখ খান ও কার্তিক আরিয়ান।

এই বছর আইফা অ্যাওয়ার্ডসে লাগবে রাজস্থানের রঙ। কারণ জয়পুরে বসতে চলেছে আইফার ২৫তম সংস্করণের আসর। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকহেন কর্তিক। তাই সিনিয়র শাহরুখের কাছ থেকে অ্যাঙ্করিং-এর টিপস নিলেন নায়ক। শুধু তাই নয়, শাহরুখ কার্তিককে রীতিমতো রাজস্থানি ভাষাও শেখলেন।

শাহরুখ বলেন, ‘কার্তিক আইফার ২৫তম সংস্করণের সঞ্চালনা করতে যাচ্ছেন। যাতে আমি তাঁর হাতে ব্যাটন তুলে দিতে পারি, জয়পুরে কীভাবে শুরু করবেন সেটা আমি ওকে শিখিয়ে দিতে পারি।’ এরপর ‘পাধারো মারে দেশ’, ‘খাম্মা গনি’-র স্থানীয় বাক্যবন্ধ কার্তিককে শেখালেন কিং খান।

চটজলদি ‘পাধারো মারে দেশ, রাজস্থান (আমার দেশ রাজস্থানে )। এমনকি ‘খাম্মা গনি’ (রাজস্থানী ভাষায় অভিবাদন) বলে দর্শকদের শুভেচ্ছা জানান তাঁরা। হাতজোড় করে দর্শকদের উদ্দেশে প্রণাম করে উল্লাস প্রকাশ করেন।

এদিনে অনুষ্ঠানের জন্য, শাহরুখ একটি কালো পোশাক বেছে নিয়েছিলেন – শার্ট, প্যান্ট এবং ব্লেজার। তবে শাহরুখের সাজে সবচেয়ে বড় চমক ছিল তাঁর কানের কাফ। কে বলবে এই বছর ‘সিনিয়র সিটিজেন’ হয়ে যাবেন বলিউডের রোম্যান্স কিং! সাদা শার্ট, টাই, নীল ব্লেজার ও ম্যাচিং প্যান্টে একদম কর্পোরেট লুকে দেখা গেল কার্তিককে।

অনুষ্ঠানে হাজির ছিলেন নোরা ফতেহিও। প্রিন্টেড ব্লেজার ও ম্যাচিং স্কার্টের নিচে কালো টার্টলনেক টপ পরেছিলেন নোরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারীও। আগামী ৮ ও ৯ মার্চ জয়পুরে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

২০২৫ সালে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির (আইফা) রজত জয়ন্তী উদযাপনের সময় শাহরুখ বলেন, ‘আমার সবচেয়ে মূল্যবান কিছু স্মৃতি আইফার যাত্রায় বোনা হয়েছে এবং রাজস্থানের প্রাণবন্ত শহর জয়পুরে এর রজত জয়ন্তী উদযাপন করা সত্যি ম্যাজিক্যাল। লন্ডনের মিলেনিয়াম ডোমে আইকনিক উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে ২৫ বছরের অবিস্মরণীয় মুহূর্ত, আইফা ভারতীয় চলচ্চিত্রের বিশ্বব্যাপী অনুরণনের একটি উজ্জ্বল প্রতীক। এটি শুধু একটা ইভেন্ট নয়; এটি একটি উত্তরাধিকার – গল্প বলা, সংস্কৃতি এবং শৈল্পিক উজ্জ্বলতার শক্তির একটি প্রমাণ যা সীমানা অতিক্রম করে’।

শাহরুখ আরও বলেন, ‘এই অসাধারণ যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞতায় ভরে গেছি। আমরা যখন আইফার ঐতিহাসিক মাইলফলক উদযাপন করতে একত্রিত হয়েছি, আমি রাজস্থানের হৃদয়ে ভক্ত এবং বন্ধুদের সাথে জাদুকরী অধ্যায় ভাগ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি’। গত বছর আবু ধাবিতে শাহরুখ, অভিনেতা ভিকি কৌশল এবং করণ জোহরের সঙ্গে আইফা অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেছিলেন।